জমজমাট লন্ডন শারদ উৎসব। টেমসের জলে কলাবউ স্নান থেকে শুরু করে প্রথমবারের মত চোখ ধাঁধানো চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে লন্ডন শারদ উৎসব। ১৫ তম বর্ষে এবার পা রাখছে লন্ডন শারদ উৎসব। উৎসবের আনন্দ চেটেপুটে উপভোগ করতে কী নেই এবারের লন্ডন শারদ উৎসবে! টেরাকোটার মণ্ডপ, টেমসে নবপত্রিকা স্নান, ধুনুচি নাচ.. সব মিলিয়ে জমে উঠেছে এবারের লন্ডন শারদ উৎসব।
Advertisment
চন্দননগরের আলোকসজ্জার জগৎজোড়া নাম। জগদ্ধাত্রী পুজোয় সেই আলোকসজ্জাকে একবার চোখে দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমান গঙ্গাতীরের এই প্রাচীন শহরে। কলকাতার দুর্গাপুজোর অধিকাংশ নজরকাড়া আলোকসজ্জা যে চন্দননগরের সেকথা হয়তো অনেকেরই জানা। তবে এবার লন্ডন শারদ উৎসব আরও রঙিন করে তুলেছে চন্দননগরের আলোকসজ্জা।
ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, কুইজ, এর পাশাপাশি গানের লড়াই, ভরপুর খাওয়া-দাওয়ার আয়োজন সব মিলিয়ে এবারের লন্ডন শারদ উৎসবের আকর্ষণ অনেকটাই বেশি। আর তাতেই বাড়তি পাওনা বলতে চন্দননগরের আলোকসজ্জা।
প্রতি বছর, লন্ডন শারদ উৎসব (LSU) সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য-আধুনিকতার মেলবন্ধনে, লন্ডনের হৃদয়ে বাংলার ছোঁয়া নিয়ে আসে। এবার পনেরো তম বছরে লন্ডন শারদ উৎসব আরও জমজমাটি। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথমবারের মত চন্দননগরের আলোকসজ্জা দিয়ে সজ্জিত থাকছে বিশাল প্রবেশদ্বারটি এক বিস্ময়কর প্রদর্শন হয়ে উঠবে। এবছরের সামগ্রিক থিম হল " দ্যা সোল অফ বেঙ্গল ইজ দ্যা হার্ট অফ লন্ডন।" চন্দননগরের সরকার ইলেকট্রিকলস এবার তার নজরকাড়া আলোকসজ্জাকে বিশ্ববাসীর সামনে মেলে ধরছে। সংগঠনের পক্ষে সুরঞ্জন সোম জানিয়েছেন, "এই প্রথম কোনো পুজো উদ্যোক্তা চন্দননগর থেকে লন্ডনের পুজোয় আলোকসজ্জা ব্যাবহার করছে"।