Advertisment

Ram Mandir: যুবকের শিহরণ জাগানো কীর্তি! আপ্লুত শহরবাসী! ব্যতিক্রমী উৎকর্ষতায় বাংলার মুখ উজ্বল

Ram Mandir: এর আগেও একাধিক অনিন্দ্যসুন্দর প্রয়াস তুলে ধরে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এই যুবক। বিভিন্ন সময়ে তাঁর ব্যতিক্রমী চেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন শহরবাসী। তবে এবার এই যুবক যা করে দেখিয়েছেন তাতে প্রশংসা সর্বত্র। এমন নজির গড়তে পেরে ওই যুবক নিজেও বেশ খুশি। আগামী দিনে দৃঢ় সংকল্পকে হাতিয়ার করে আরও বড় নজির তৈরির ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী এই যুবক। তবে তিনি একাই নন, তাঁর এই অপরূপ প্রচেষ্টাকে সার্থক করে তুলতে সকাল-সন্ধে তাঁর পাশে থেকেছেন বেশ কয়েকজন সহযোগী। গর্বের দিনে তাঁদের কথাও বলতে ভোলেননি এই যুবক।

author-image
IE Bangla Web Desk
New Update
Paschim Bardhaman Durgapur, Ayodhya Ram Mandir Replica, পশ্চিম বর্ধমান দুর্গাপুর, রাম মন্দির রেপ্লিকা

Durgapur: অভূতপূর্ব এক কীর্তিতে বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন এই যুবক।

Ayodhya Ram Mandir: আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। রাম মন্দির উদ্বোধন উন্মাদনা দেশজুড়ে। রাজ্যে-রাজ্যে রাম মন্দিরের উদ্বোধনের আগে একাধিক কর্মসূচি নিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। রামলালার জন্য বিভিন্ন রাজ্য থেকে এসে পৌঁছোচ্ছে বিভিন্ন রকমের উপহার। আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। তার আগে গোটা দেশ রাম মন্দির নিয়ে কার্যত বুঁদ হয়ে পড়েছে। এমন আবহে দুর্গাপুরের (Durgapur) এই যুবক যে কাণ্ড বাঁধিয়েছেন, তা ইস্পাতনগরীতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

Advertisment

দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ ওরফে মনু। বিভিন্ন সময়ে নজরকাড়া বেশ কিছু জিনিস তৈরি করে তিনি শহরবাসীকে অবাক করেছেন। চন্দ্রযান-৩-এর (Chndrayan 3) সফল অভিযানের পর তিনি বানিয়েছিলেন চন্দ্রযানের রেপ্লিকা। সেই রেপ্লিকাই তিনি উড়িয়েছিলেন দুর্গাপুরের আকাশে। আবার ১০ সিটের বাইক বানিয়েও তিনি চমকে দিয়েছিলেন সকলকে। আর এবার তিনি বানিয়েছেন রাম মন্দিরের রেপ্লিকা। অযোধ্যার রাম মন্দির তিনি কার্যত তুলে এনেছেন দুর্গাপুরের বুকে। অযোধ্যায় রাম মন্দির দেখার আগে শহরে বসেই রাম মন্দির দর্শনের সুযোগ হচ্ছে শহরবাসীর।

আরও পড়ুন- Kolkata Weather Today: বৃষ্টির পালা চুকলেই আবহাওয়ায় ফের বদল! মারকাটারি মুডে আরও জোরালো কামব্যাক শীতের?

ছোটন ঘোষ নামে ওই যুবক জানিয়েছেন, বিস্কুট দিয়ে তিনি এই রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করেছেন। রাম মন্দিরের এই রেপ্লিকাটি তৈরি করতে তিনি ব্যবহার করেছেন ২০ কেজি বিস্কুট। ৪ ফুট বাই ৪ ফুটের এই রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করতে তার সময় লেগেছে পাঁচ দিন। তিনি এবং তাঁর সহযোগীরা মিলে এই রেপ্লিকারটি তৈরি করেছেন। বিস্কুট ছাড়াও এই মডেলটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে থার্মোকল, প্লাইউড, গ্লু-গান ইত্যাদি।

আরও পড়ুন- Premium: শাঁখের করাতই জীবন, ঝুঁকি কাঁধে বারো মাস কাজ করেন শঙ্খশিল্পীরা 

শহরের যুবকের এমন কাণ্ড দেখে সকলেই রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। একইসঙ্গে তাঁর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন প্রতিবেশী-সহ শহরবাসী। তাঁরা বলছেন, ছোটন ঘোষ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে নিজের প্রচেষ্টা তুলে ধরার চেষ্টা করেন। শহরের নামকে তিনি আরও উজ্জ্বল করছেন। রাম মন্দির নিয়ে মানুষ যখন খুব উৎসাহী, তখনই তিনি রাম মন্দির তৈরি করে চমকে দিয়েছেন। তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন অযোধ্যার রূপে রাম মন্দিরকে দুর্গাপুরের বুকে তুলে ধরার।

Ram Mandir Durgapur West Bengal Ayodhya Ram Temple
Advertisment