সাধারণের জমি অধগ্রহণ করে তৈরি কারখানায় প্রতিশ্রুতি মতো চাকরি না মেলায় দুর্গাপুরের সগরভাঙা কলোনিতে তুলকামামকাণ্ড। এই এলাকায় স্থানীয়দের জমি অধিগ্রহণ করে দুটি বেসরকারি কারখানা তৈরি করা হলেও সংস্থার আশ্বাস মতো মেলেনি চাকরি, এমনই অভিযোগে শনিবার দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির বনফুল সরণি অবরোধ করলো স্থানীয় পুকুর পাড় বস্তির মানুষজন।
ঠিক কী হয়েছে?
পুকুর পাড় বস্তির বাসিন্দাদের অভিযোগ, এস.আর.এম.বি নামে বেসরকারি কারখানা কর্তৃপক্ষ বস্তির দিকে গেট বানানোর সময় বহু বাড়ি ভাঙা পড়ে। তবে বেসরকারি সংস্থাটি প্রতিশ্রুতি দিলেও এখনও মেলেনি ক্ষতিপূরণ। এমনকী চাকরির প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতিও পূরণ করেনি কারখানা কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ স্থানীয়দের। কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হতেই তাই এদিন পথে নেমে বিক্ষোভ দেখান সগরভাঙা কলোনির বাসিন্দারা। স্থানীয়দের একাংশের দাবি, "এলাকার বাসিন্দারা বাইরে গিয়ে কাজ করছে আর বাইরের লোক এসে এখানে কাজ করছে"।
এদিকে, স্থানীয়দের এই অবরোধ চলাকালীন এলাকায় আসে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির স্থানীয় নেতৃত্ব। কিন্তু উত্তেজিত জনতা কোনও রাজনৈতিক নেতাদের সেখানে থাকতে দেননি। তাঁদের বক্তব্য, "কারখানা কর্তৃপক্ষকে মদত দেয় এই নেতারা, আর সেটাও নিজেদের স্বার্থে। আর আমরা বঞ্চিত হই আমাদের ন্যায্য প্রাপ্য পাওনা থেকে"। অন্যদিকে, স্থানীয় তৃণমূলেরই ওয়ার্ড প্রেসিডেন্ট মনোজ মুখোপাধ্যায়ের অভিযোগ, "তৃণমূল নেতারা অনেকেই টাকার ভিত্তিতে এখানে কাজের জন্য লোক নিচ্ছে। কিন্তু স্থানীয় কোনও ছেলেদের চাকরি দিচ্ছে না"।