BJP MP S S Ahluwalia Reaction On Khalistani Row: সন্দেসখালির পথে ধামাখালিতে আইপিএস অফিসার যশপ্রীত সিং (এসএস-আইবি)-এর উদ্দেশে 'খলিস্তানি' মন্তব্য নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কলকাতায় বিজেপির রাজ্য দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন শিখ সম্প্রদায়ের মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ মিছিল। পাগরিধারী আইপিএস অফিসারের চরিত্রহননের অভিযোগ তুলেছেন অমৃতসরের শিরোমণি গুরদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি হরজিন্দর সিং ধামি। রীতিমত কোণঠাসা বিজেপি। এবার খালিস্তানি বিতর্কে মুখ খুললেন বাংলা থেকে নির্বাচিত একমাত্র শিখ সম্প্রদায়ভুক্ত বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওটা অভিযোগ প্রসঙ্গে কী বলছেন আলুওয়ালিয়া?
কী বলেছেন সাংসদ এস এস আলুওয়ালিয়া?
প্রবীণ এই বিজেপি সাংসদের দাবি, মঙ্গলবার থেকেই তাঁর কাছে অনেক ফোন এসেছে। শিখ সম্প্রদায়ের মানুষেদের সঙ্গেই তাঁকে ফোন করেছেন বিদেশে থাকা ভারতীয় শিখরাও। ঘটনার সত্যতা জানার চেষ্টা করছেন সকলে। সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন, 'আমি সবাইকেই বলতে চাই, এমন মন্তব্য যিনিই করে থাকুন তিনি মূর্খ। আর সেই মূর্খের কথা নিয়ে উত্তেজিত হওয়ার দরকার নেই। মাথায় রাখতে হবে যে, শিখ সম্প্রদায়ের অবদান ও ঐতিহ্য এত ঠুনকো নয় যে, একটা মন্তব্যে তা নষ্ট হতে পারে। ভারতের সম্প্রীতিরক্ষার ক্ষেত্রে যে ভূমিকা চিরকাল শিখরা নিয়েছেন, সেটা এখনও বজায় রাখতে হবে।'
সাংসদের সাফ দাবি, 'আমি দেখিনি কে বলেছেন। কেউই দেখেননি। তবে দলেরই কেউ যদি বলে থাকেন, তবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যিনি বলেছেন, তাঁর অনুশোচনা হওয়া উচিত।' তবে শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পালদের অভিজ্ঞ রাজনীতিক বলে দাবি করেছেন আলুওয়ালিয়া। তিনি মনে করেন, এঁদের কেউ এমন মন্তব্য করেননি।
খালিস্তানি বিতর্কে কোণঠাসা বিজেপি। লোকসভা আগে অস্বস্তি বাড়ল দলের। শিখ সম্প্রদায়ভুক্ত হয়ে কি তিনি সমস্য মেটাতে এগোবেন? জবাবে এস এস আলুওয়ালিয়া বলেছেন, 'আমাকে দলের তরফে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। তবে দল বললে আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব।'
এই বিতর্ক উসকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকেও একহাত নিয়েছেন বিজেপি সাংসদ। বলেছেন, 'বিষয়টা স্পর্শকাতর। সেই ভিডিয়ো রাজ্যবাসীর সামনে প্রথমে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। এটা এক জন প্রশাসকের মতো কাজ হয়নি। আমি চাই, তদন্ত করে কে বলেছেন খুঁজে বার করা হোক। তাঁর যথাযোগ্য শাস্তি হোক। কিন্তু যে ভিডিয়ো প্রকাশ্যে এলে রাজ্যের শান্তিশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়তে পারে, সেটা সর্বসমক্ষে নিয়ে আসাটা বিবেচকের কাজ নয়।'