মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, প্রতিবাদ মিছিল দুর্গাপুর এনআইটির গবেষকদের

"আমরা চাই যোগ্যতার মাপকাঠির ভিত্তিতেই এই নিয়োগ করা হোক। ইউজিসির নিয়ম মেনেই স্থায়ীভাবে নিয়োগ করাতে হবে। কিন্তু এখন যে নিয়োগ হয়েছে তা কীভাবে হয়েছে সেটা আমিও জানি, আপনারাও জানেন।"

"আমরা চাই যোগ্যতার মাপকাঠির ভিত্তিতেই এই নিয়োগ করা হোক। ইউজিসির নিয়ম মেনেই স্থায়ীভাবে নিয়োগ করাতে হবে। কিন্তু এখন যে নিয়োগ হয়েছে তা কীভাবে হয়েছে সেটা আমিও জানি, আপনারাও জানেন।"

author-image
IE Bangla Web Desk
New Update
durgapur, durgapur news, durgapur nit

দুর্গাপুর এনআইটির ছাত্র ছাত্রীদের প্রতিবাদ মিছিল। ছবি- অনির্বাণ কর্মকার

অনৈতিকভাবে অতিথি অধ্যাপকদের পদগুলি স্থায়ীকরণ করে কলেজ চালানোর সিদ্ধান্ত বাতিল এবং অবিলম্বে সব শূন্যপদে যোগ্যতা অনুযায়ী নেট, সেট, এমফিল, পিএইচডি ডিগ্রিধারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে মঙ্গলবার প্রতিবাদ মিছিল করে এনআইটি দুর্গাপুরের সাধারন ছাত্র-ছাত্রী এবং গবেষকবৃন্দ। অতিথি অধ্যাপকদের নিজ কৌশলে স্থায়ী করে দিচ্ছে রাজ্য সরকার, এমন বিস্ফোরক অভিযোগ করে এদিন আন্দোলনে নামলেন দুর্গাপুর ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্র-ছাত্রী এবং গবেষকরা।

Advertisment

publive-image কোন কোন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের বিরুদ্ধে সুর চড়ালেন আন্দোলনকারীরা। অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস

আরও পড়ুন: বিচ্ছেদের ইঙ্গিত? বিজেপি-র সাংগঠনিক নির্বাচনে গরহাজির শোভন-বৈশাখী

আন্দোলনকারীদের অভিযোগ, "আমাদের এই আন্দোলন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে। রাজ্য সরকারের বেশ কিছু কলেজে বিভিন্ন গেস্ট লেকচারারদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাই, যোগ্যতার মাপকাঠির ভিত্তিতেই এই নিয়োগ করা হোক। ইউজিসির নিয়ম মেনেই স্থায়ীভাবে নিয়োগ করতে হবে। কিন্তু এখন যে নিয়োগ হয়েছে তা কীভাবে হয়েছে সেটা আমিও জানি, আপনারাও জানেন।"

Advertisment

তবে এখানেই থেমে থাকেননি আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, "যে সকল গেস্ট লেকচারাররা স্থায়ী হয়েছেন, তাঁদের সেই যোগ্যতা নেই। তা যদি থাকত তাহলে তো তাঁরা অনেক আগেই স্থায়ী পদে চাকরি পেতে পারতেন। বর্তমানে গেস্ট লেকচারারদের স্থায়ী করে দেওয়ায় স্থায়ী শিক্ষকদের পদগুলিও কমে যাচ্ছে। ফলে ভবিষতে কলেজ সার্ভিস কমিশন উঠে যেতে পারে এমন আশঙ্কাও থাকছে। আমরা এর বিরুদ্ধেই পথে নেমেছি"।

আন্দোলনকারীদের পক্ষে অরিন্দম ঘোষ জানিয়েছেন, অবিলম্বে সরকার যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে তাঁরা বড় আন্দোলনে নামবেন।
মঙ্গলবারের আন্দোলনে এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক গবেষণারত ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন।

Durgapur