বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর কনস্ট্রাকশন গেট এলাকা। বিস্ফোরণের জেরে ক্ষবিক্ষত হয়ে যায় ওমপ্রকাশ চৌহান নামে এক ঠিকা কর্মীর দেহ। সঙ্কটজনক রাম রুইদাস নামে এক নিরাপত্তা কর্মীর অবস্থাও। বেসরকারি হাসপাতাহে চিকিৎসাধীন তিনি।
মঙ্গলবার সকালে ১১.১০ মিনিট বিস্ফোরণের প্রবল শব্দ হয় ডিপিএলয়ের সাত নম্বর গেটে। হকচকিয়ে যান কর্মীরা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারাই বিকট শব্দ পেয়ে বুঝে যান যে বিস্ফোরণ হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরাই পুলিশ ও দমকলে খবর দেন। পরে দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মৃত ঠিকা কর্মী ওমপ্রকাশ চৌহানের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ডিপিএলও নিজস্ব তদন্ত চালাবে বলে জানা গিয়েছে। তবে, শর্ট সার্কিটের ফলে এই বিস্ফোরণ নয় বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন