Advertisment

আজ বীরভূমে মমতা, 'নামগন্ধ'ই নেই কেষ্টর! পাকাপাকিভাবে ছাঁটার পালা আজই শুরু?

ফি বারের চেনা ছবি এবার উধাও। মমতা ব্যানার্জির বীরভূম সফরে কোথাও ঠাঁই পায়নি অনুব্রত মণ্ডলের ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
during todays mamata's visit at birbhum there is not a single pic of anubrata updates

অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল?

পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নির্ধারণে কেষ্ট-হীন বীরভূমে আজ সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফি বারের চেনা ছবি এবার উধাও। তৃণমূলনেত্রীর জেলা সফরের সময়েও বীরভূমের কোথাও ঠাঁই পায়নি অনুব্রত মণ্ডলের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে দিকে-দিকে। জেলার নেতা বলতে এক মন্ত্রী ও জেলা পরিষদ সভাপধিপতির ছবি চোখে পড়েছে। তবে কি অনুব্রত মণ্ডলকে 'বিসর্জন' দিল তৃণমূল? উত্তর স্পষ্ট নয়। তবে এক্ষেত্রে অন্য সমীকরণও দেখছে রাজনৈতিক মহলের একাংশ।

Advertisment

আজ বীরভূম সফরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝটিকা সফরে রাঙামাটির জেলা ছুঁয়ে মঙ্গলবার তিনি রওনা দেবেন মালদহের উদ্দেশে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিকেল নাগাদ বীরভূম পৌঁছে প্রথমেই কঙ্কালীতলার মন্দিরে পুজো দিতে যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। পরে সন্ধের দিকে তিনি বোলপুরের শান্তিনিকতেন গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে দেখা করতে পারেন। এরপরেই বীরভূমে দলের সাংগঠনিক বিষয় নিয়ে জেলা নেতৃত্বের সহ্গে আলোচনা করবেন তিনি।

এর আগে তৃণমূল সুপ্রিমো যতবারই বীরভূমে এসেছেন ততবার তাঁর পাশে কিংবা আলাদা করেও বড়-বড় কাটআউটে দেখা গিয়েছে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিশাল-বিশাল ছবি। সদর শহর সিউড়ি থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই জ্বল-জ্বল করত কেষ্টর ছবি।

আরও পড়ুন- ‘বিপদ’ বুঝেই আইফোনের ডেটা ডিলিট? পুনরুদ্ধারে চোখ কপালে ED-র, তলব শান্তনুকে

তবে আজ সেসব অতীত! গরু পাচার মামলায় আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে অভিযুক্ত হিসেবে বর্তমানে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে অনুব্রতর পাশে আছে তৃণমূল। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই অনুব্রতকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছিলেন। এছাড়াও একধিক সময়ে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় থেকে শুরু করে তৃণমূলের অন্য নেতাদেরও কেষ্টর পক্ষে ব্যাট ধরেছেন।

অনুব্রত জেলে যাওয়ার পর বীরভূমে দলের সগঠন দেখার দায়িত্ব পাঁচজনের কোর কমিটির হাতে তুলে দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যদিও তৃণমূলনেত্রীর এবারের সফরের সময় এই পাঁচজনের মধ্যে দু'জনের ছবিই দিকে-দিকে পোস্টার-ব্যানারে চোখে পড়ছে। একজন হলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের নেতা চন্দ্রনাথ সিনহা এবং অন্যজন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। কেষ্ট-হীন বীরভূমে আপাতত এই দু'জনই এখন তৃণমূলের সংগঠন দেখভাল করছেন।

আরও পড়ুন- নিউ গড়িয়া-রুবি মেট্রো নিয়ে তোলপাড় ফেলা খবর, হঠাৎ এলেন রেলের শীর্ষ কর্তা

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, অনুব্রত মণ্ডলের প্রভাবশালী তকমা ঝাড়তেই এবার তৃণমূলনেত্রীর সফরের সময় দলের পোস্টার-ব্যানারে তাঁর ছবি লাগানো হয়নি। প্রভাবশালী তকমা দিয়ে আদালতে নতুন করে যাতে ইডি বা সিবিআই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সওয়াল করতে না পারে তার জন্যই এই কৌশল নিয়েছে তৃণমূল।

আরও পড়ুন- রাজার মেজাজে ফিরছে শীত? ঠান্ডার লেটেস্ট আপডেট জেনে নিন

তবে অন্য একটি মহলের দাবি, গরু পাচার মামলায় দিনের পর দিন জেলে থাকার পর এবং কেষ্টর নামে-বেনামে পাহাড় প্রমাণ সম্পত্তি মেলা নিয়ে এমনিতেই অস্বস্তিতে রয়েছে তৃণমূল। কেষ্টর জন্য দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও মনে করছেন কেউ কেউ। তাই সেসব ভেবেই কেষ্টর সঙ্গে এবার দূরত্ব বাড়ানোর কৌশল নিয়েছে জোড়াফুল।

tmc Mamata Banerjee anubrata mondal cbi Birbhum West Bengal ED Cow Smuggling
Advertisment