DYFI Brigade: 'ক্যাপ্টেন' মীনাক্ষীর নেতৃত্বে ইনসাফের ব্রিগেড। রবিবাসরীয় ব্রিগেড মীনাক্ষীরই। তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়তে এদিনের সমাবেশ মঞ্চকেই বেছে নিয়েছিলেন দাপুটে বামনেত্রী। শাসকদলকে 'শবক' শেখাতে তাঁর মুখেও 'খেলা হবে' স্লোগান। তবে বললেন একটু অন্য ভঙ্গিতেই। "যে মাঠে বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল নিতে এসেছি আমরা।" বক্তব্যের শুরুতেই মীনাক্ষীর এই কথায় ব্রিগেডের সভায় করতালি পড়ে যায়। শুরুটা এভাবে করে বক্তব্যের মাঝেও ঝাঁঝ আরও বাড়ালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক। "বামপন্থীরা রক্তবীজের ঝাড়।" মীনাক্ষী যখন একথা বলছেন তখন মঞ্চে বসা সেলিমকেও দেখা গেল মিটিমিটি হাসতে। মঞ্চের নীচে তখন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা দলের আগামী প্রজন্মের এই দাপুটে মেয়ের মুখের দিকে চেয়ে।
কী বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়? দেখে নিন এক ঝলকে…
- যে মাঠে বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল নিতে এসেছি আমরা।
- যতদিন এ দুনিয়ার মাটিতে লুঠ, অত্যাচার চলবে বামপন্থীরা রক্তবীজের ঝাড়, লড়ে যাবে লড়ে যাবে।
- এরাজ্যের বুকে সম্প্রীতির বাতাবরণ অক্ষুন্ন রাখতে পায়ে হাঁটা আমাদের কাছে নতুন নয়।
*সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। এই লড়াই চলছে। ইনসাফ চেয়ে লড়াইয়ে নেমেছি, পিছু হঠার প্রশ্ন নেই। এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব। - নকল যুদ্ধ ছাড়ো। আসল যুদ্ধ করো। ইনসাফের লড়াই ধারাবাহিক-দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে।
- এই মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, এই মাঠে লড়াইয়ের শর্ত বর্ণ হবে না। এই মাঠে ইন্ডিয়া-ভারত নাম নিয়ে তর্ক হবে না, জাত-পাত নিয়ে কথা হবে। লড়াইয়ের শর্ত হবে রুটি-রুজি। কাজ। আর তাই নকল যুদ্ধ ছাড়ো। আসল যুদ্ধ করো।
- কোন আকাট মুখ্যরা বলে বামপন্থীরা শূন্য? জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায়।
আরও পড়ুন- CPIM Brigade Rally: যে মাঠে বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল নিতে এসেছি আমরা: মীনাক্ষী
- ৫০টা দিন কারও কাছে মুখ দেখাইনি। হাঙ্গামা করতে চাই না। গোটা সিস্টেমটার বদল চাই।
- যতদিন দেশে অপশাসন, অত্যাচার চলবে বামপন্থীরা লড়ে যাবে
- বামপন্থীদের লড়াই একটা গলির জন্য নয়। একটা বিধায়ক, একটা সাংসদ পদের জন্য লড়াই করে না। যতদিন এদেশের মাটিতে অপশাসন লুট, অত্যাচার চলবে বামপন্থীরা লড়ে যাবে।
- হবু শিক্ষিকা তাঁর শরীরের সবথেকে সুন্দর অংশ নিজের মাথার চুল বিসর্জন দিলেন।
- আমরা জানি এটা টি-২০-এর ম্যাচ নয়, এটা টেস্ট ম্যাচ। বাঁচতে গেলে লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না।
আরও পড়ুন- ভাইপো নয়, ভেঁপো, তার চেয়ে ডেপো বলা ভাল: মহঃ সেলিম