Advertisment

DYFI Brigade Mohammed Salim: ভাইপো নয়, ভেঁপো, তার চেয়ে ডেঁপো বলা ভালো: সেলিম

Mohammed Salim: লোকসভা ভোটের আগে রবিবারের ব্রিগেড সমাবেশকে কার্যত অ্যাসিড টেস্টের মতোই ধরেছিল সিপিআইএম। ডিওয়াইএফআইয়ের ডাকে ২০০৮ সালের পর এটাই ছিল প্রথম ব্রিগেড সমাবেশ। ১৫ বছর পর ব্রিগেডে আজ সভা করল ডিওয়াইএফআই। দলের যুবদের ভাষণ মঞ্চের নীচে বসে শুনলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা।

author-image
IE Bangla Web Desk
New Update
DYFI Brigade Mohammed Salim speach , ভাইপো আসলে ডেপো মহঃ সেলিম

সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। ছবি পার্থ পাল

Mohammed Salim: লোকসভা ভোটের আগে রবিবারের ব্রিগেড সমাবেশকে কার্যত অ্যাসিড টেস্টের মতোই ধরেছিল সিপিআইএম। ডিওয়াইএফআইয়ের ডাকে ২০০৮ সালের পর এটাই ছিল প্রথম ব্রিগেড সমাবেশ। ১৫ বছর পর ব্রিগেডে আজ সভা করল ডিওয়াইএফআই। দলের যুবদের ভাষণ মঞ্চের নীচে বসে শুনলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা।

Advertisment

আরও পড়ুন- ব্রিগেডের মঞ্চে কবিতার লাইন ভুললেন মীনাক্ষী, ড্যামেজ কন্ট্রোলে পোড়খাওয়া সেলিম

মীনাক্ষীর পর রবিবাসরীয় ব্রিগেডের মঞ্চে বক্তা ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ডিওয়াইএফআইয়ের প্রাক্তন এই নেতা স্বভাবসিদ্ধ ঢঙেই শুরু থেকেই তেড়েফুঁড়ে আক্রমণ শানাতে থাকেন রাজ্যের শাসকদল তৃণমূলকে। "নতুন শকুনির কাছে বাংলার কৃষ্টিকে বাজি ধরেছেন মমতা", মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শানিয়ে ঝাঝালো সুর সেলিমের গলায়। রাজ্য সিপিএমের শীর্ষ নেতার তুমুল কটাক্ষ থেকে বাদ পড়েননি সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 'ভাইপো নয়, ওটাকে ডেঁপো বলাই ভালো', ভরা মঞ্চে যারপরনাই টিপ্পনি সেলিমের।

কী বললেন সেলিম? দেখে নিন এক ঝলকে…

*১০০ দিনের কাজের টাকা নেই। পঞ্চায়েত ভোটে বললেন দিল্লি থেকে নিয়ে আসব।

*কত খেলো, কত নিল বাংলার মানুষকে দেখাতে হবে।

*সংসদে মোদী বলেছিলেন গর্ত খোঁড়ার কাজ। ভাতা বন্ধ করার কথা বলেছিলেন।

*দিল্লি পারবে না, বাংলাকে বাঁচাতে এককাট্টা হোন।

*যাঁরা চুরি করছে, রাজ্যের মানুষ তাঁদের শাস্তি চাইছে। যৌবনকে দেখে বলছে, তোমরা পারবে।

*৫৬ নয়, ৩৫৬ নয়, মুষ্টিবদ্ধ হাত আপনারা যদি আকাশের দিকে তুলে ধরেন, মাথা উঁচু করে শপথ নেন, বাংলাকে বাঁচাতে, আমাদের শিল্প, কৃষ্টি, ঘর, মা-বোনদের ইজ্জত, ঐতিহ্য, ইতিহাস রক্ষার জন্য যদি এককাট্টা হন, কোনও দিল্লি পারবে না।

*ভাইপো নয়। ভেঁপো। তার চেয়ে ডেঁপো বলাই ভালো। যখন সব বেঞ্চ বলল কিছু হবে না, তখন, তিনি চলে গেলেন দিল্লি। বললেন, দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাঁচা।

আরও পড়ুন- DYFI Brigade Minakshi Mukherjee: ‘বামপন্থীরা রক্তবীজের ঝাড়, লড়ে যাবে’, রবিবাসরীয় ব্রিগেডের মেজাজ সপ্তমে তুললেন মীনাক্ষী

*মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দেখবেন না।


*পার্থ চট্টোপাধ্যায়ও ফোন করেছিলেন। উনি ফোন বন্ধ করে দিয়েছিলেন।

আরও পড়ুন- CPIM Brigade Rally: দিল্লি পারবে না, বাংলাকে বাঁচাতে এককাট্টা হোন: মহঃ সেলিম

*তৃণমূলকর্মীদের বলছি, ওরা প্রতিশ্রুতি দিয়েছিল তাদের তুলবে। একটার পর একটা আইপিএস-এর অবসরের পরেও পুষছে।

আরও পড়ুন- DYFI Brigade: আজ ব্রিগেডের মুখ মেয়ে মীনাক্ষী, কন্যের ভাষণ শুনতে ট্রেনে কলকাতার পথে বাবা-মা

*চুরি দেখে রেগে যাচ্ছে রাজ্যের মানুষ। রেশন আইসিডিএস, চাকরির টাকা চুরি করছে। যারা মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ৫৬ লাগবে। বামপন্থীরা বলেন ৫৬ নয় জনগণ পারেন এই সিস্টেম বদলাতে।

CPIM DYFI West Bengal brigade Md Selim
Advertisment