DYFI Brigade: ১৫ বছর পর ব্রিগেডে ডিওয়াইএফআইয়ের সভা চলছে। সকাল থেকেই ব্রিগেডমুখী বাম কর্মী-সমর্থকেরা। আজ ব্রিগেডের মুখ ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। শীতের ভরা ব্রিগেডে মেয়ের ভাষণ একেবারে সামনে থেকে শুনতে সকাল সকাল অন্য বাম কর্মী-সমর্থকদের সঙ্গেই ট্রেনে চেপেছেন মীনাক্ষীর বাবা তথা সিপিমএম জেলা কমিটির সদস্য মনোজ মুখোপাধ্যায় ও মা পারুল মুখোপাধ্যায়। রবিবার সকালে সীতারামপুর স্টেশন থকে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেন তাঁরা।
গত ৫০ দিন ধরে মেয়ে রাজ্যের কোনায় কোনায় ইনসাফ যাত্রা সেরেছেন। লোকসভা ভোটের আগে ঘর গুছোতে তারুণ্যেই ভরসা রেখেছে আলিমুদ্দিন। মীনাক্ষী-সৃজনদের শক্তিশালী কাঁধে ভর করেই মরা গাঙে জোয়ার আনতে চাইছে বাম নেতৃত্ব, এমনও বলছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে সেকাজে ইতিমধ্যে নজড় কেড়েছেন দাপুটে নেত্রী মীনাক্ষী। তাঁর গোটা পরিবারও বাম রাজনীতিতে যুক্ত। বাবা মনোজ মুখোপাধ্যায় সিপিএমের জেলা কমিটির সদস্য। মা পারুল মুখোপাধ্যায়ও বাম সংগঠনের সঙ্গেই যুক্ত।
আরও পড়ুন- CPIM Brigade Rally: মুখ মীনাক্ষীই, দাপুটে নেত্রীর ঝাঁঝালো ভাষণ শুনতে ভরছে ব্রিগেড
রবিবারের ব্রিগেডের প্রধান বক্তা তাঁদের আদরের মেয়ে মীনাক্ষী। যাঁর চাঁচাছোলা ভাষণ নজর কেড়েছে রাজনৈতিক মহলের। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়েছিলেন দাপুটে এই নেত্রী। তখন থেকেই বাম রাজনীতিতে তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে। এর উপর গত ৫০ দিন ধরে রাজ্যজুড়ে ইনসাফ যাত্রায় তিনিই ছিলেন নেতৃত্বে। লোকসভা ভোটের আগে আজ বামেদের কাছে এই ব্রিগেড সমাবেশ কার্যত অ্যাসিড টেস্টের মতোই।
মেয়ের বক্তয়্য এদিক-ওদিক আগেই শুনেছেন বাবা-মা। তবে ব্রিগেডের মতো তাবড় সমাবেশে এই প্রথম সামনে থেকে মীনাক্ষীর বক্তব্য শুনতে মুখিয়ে রয়েছেন তাঁর বাবা-মা। সকাল সকাল এলাকার বাম কর্মী-সমর্থকদের সঙ্গেই ট্রেনে কলকাতার পথে রওনা দিয়েছেন তাঁরা।