এবার পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে অপসারণের দাবিতে গণ ভোটের আয়োজন বেহালায়। রবিবার সকালে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বড়িশা এলআইসি মোড়ে অভিনব এই ভোটদান কর্মসূচির আয়োজন সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের। পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক রাখা উচিত? হ্যাঁ বা না-এ উত্তর দিয়ে পথচলতি সাধারণ মানুষজন গোপন ব্যালটে নিজেদের মতামত জানাচ্ছেন।
শিক্ষাক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে দীর্ঘ সাড়ে আট মাস ধরে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁর অপসারণের দাবিতে তাঁরই বিধানসভা কেন্দ্রে গণ ভোটের ব্যবস্থা করল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। রবিবার সকালে বেহালা পশ্চিম কেন্দ্রের বড়িশা এলআইসি মোড়ে এই গণ ভোটের আয়োজন করা হয়।
আরও পড়ুন- ছাড় পাননি দেবের ভাইও! সরকারি বাড়ি পেতে ‘কাটমানি’ তৃণমূল নেতাদের, অভিযোগে তোলপাড়
ব্যালট বাক্সের আকারে একটি পাত্র রাখা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আর বিধায়ক পদে থাকা উচিত? হ্যাঁ বা না লিখে সেই সাদা কাগজ বাক্সে ফেলতে হচ্ছে। রবিবার সকালে পথচলতি অনেক সাধারণ মানুষকেই গোপনে নিজেদের মতামত লিখে সেই সাদা কাগজ ফেলতে দেখা গেল বাক্সে। বিধায়ক পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবি ডিওয়াইএফআইয়ের।
বেহালা পশ্চিম কেন্দ্রের যাবতীয কাজ থমকে রয়েছে বলে দাবি ডিওয়াইএফআই নেতৃত্বের। সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ করে ওই কেন্দ্রে আবারও যাতে নির্বাচন করানো যায় সেই দাবিতেই এই গণ ভোটের ব্যবস্থা সিপিআইএমের যুব সংগঠনটির।