এই মুহূর্তের সবথেকে বড় খবর। তীব্র ভূমিকম্প কেঁপে উঠল ভুটান, সিকিম-সহ উত্তরবঙ্গ। ভুটান লাগোয়া বাংলার পাঁচ জেলায় কম্পন অনুভূত হয়েছে। উত্তর-পূর্বের আরও ৬টি রাজ্যে ভূমিকম্প হয়েছে বলে খবর।
বৃহস্পতিবার রাত ৮.১৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্স-সহ জলপাইগুড়ি জেলায় ভালরকম কম্পন অনুভূত হয়েছে। আলিপুরদুয়ারেও কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে অনেকেই ঘরের বাইরে চলে আসেন। শঙ্খধ্বনি দিতে থাকেন। শীতের রাতে আচমকা কম্পনের জেরে এলাকাবাসীর ঘুম উড়েছে।
জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। তবে বিশেষ ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল ভুটানের থিম্পু। গভীরতা ছিল অন্তত ১০ কিমি। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।
বিস্তারিত আসছে...