Earthquake: সাতসকালে বাংলায় ভূমিকম্প। শুক্রবার সকালে জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন অংশে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। একেবারে সকালের দিকের এই ভূমিকম্পে জেলাজুড়ে প্রবল আতঙ্ক তৈরি হয়। অনেককেই ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়তেও দেখা গিয়েছে।
শুক্রবার সকালের দিকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে ভূকম্পন অনুভূত হয়েছে। ডুয়ার্সেরও বেশ কিছু এলাকায় এদিন কম্পন অনুভূত হয়। এদিন সকাল ৬:৫৮ মিনিট নাগাদ জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎস স্থল সিকিম। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল, এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।
উল্লেখ্য, বর্ষা শুরুর পর থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলেছে। ভয়ঙ্কর বৃষ্টির তাণ্ডব দেখেছে পড়শি রাজ্য সিকিমও। একটানা বর্ষার জেরে সিকিমের নদীগুলি কানায় কানায় পূর্ণ। বৃষ্টির জেরে পাহাড়ি বেশ কিছু এলাকায় ধস যেন নামতেই রয়েছে।
আরও পড়ুন- Buddhadeb Bhattacharjee: বামেদের মধ্যে সংস্কারের চেষ্টা, তাতেই কি ডুবে গিয়েছিল বুদ্ধদেবের সরকার?
কিছুদিন আগেই এরাজ্যের কালিম্পং জেলার বিভিন্ন অংশে ধসের জেরে গাড়ি চলাচল পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছিল ১০ নম্বর জাতীয় সড়ক। এরই মধ্যে নতুন করে ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গ জুড়ে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে।