Advertisment

সপ্তমী থেকে দশমী: শিয়ালদহ-সল্টলেক সেক্টর v রুটে বিশেষ পরিষেবা মেট্রোর

পঞ্চমীর পর আজ ষষ্ঠীর সকাল থেকেও মেট্রোর সব রুটেই যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
East West Metro special service during durga puja 2023

দুর্গাপুজোর দিনগুলিতে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে এবার নজরকাড়া পরিষেবা মিলবে।

কম সময়ে ঠাকুর দেখতে পাতালপথই অন্যতম প্রধান ভরসা। মহালয়ার পর থেকেই শহর কলকাতায় মেট্রো চড়ে ঠাকুর দেখার হিড়িক বাড়তে শুরু করেছে। পঞ্চমীর পর আজ ষষ্ঠীর সকাল থেকেও মেট্রোর সব রুটেই যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। ফি বার দুর্গাপুজোর সময়ে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেয়। এবারও যার অন্যথা হয়নি। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে এবার নজরকাড়া পরিষেবা মিলবে। সকাল থেকে মাঝরাত অবধি চলবে ট্রেন। সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে।

Advertisment

প্রতি বছরের মতো এ বছরেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট – ওয়েস্ট মেট্রোয় মাঝরাত পর্যন্ত মেট্রো চালাবে। ইস্ট – ওয়েস্ট মেট্রোর দুর্গাপুজোর সময়সূচী নীচে উল্লেখ করা হল।

সপ্তমী, অষ্টমী ও নবমী

যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ৭২ টি পরিষেবা (৩৬ টি ইস্ট-বাউন্ড এবং ৩৬ টি ওয়েস্ট-বাউন্ড ) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রথম পরিষেবা

সকাল ১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

বেলা ১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

শেষ পরিষেবা

রাত ১১:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

রাত ১১:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

দশমী

যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ৪৮ টি পরিষেবা (২৪ টি ইস্ট-বাউন্ড এবং ২৪ টি ওয়েস্ট-বাউন্ড ) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রথম পরিষেবা

১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

আরও পড়ুন- টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্ক: CBI ডাকলে কী করবেন? সোজাসাপ্টা উত্তর মহুয়ার

শেষ পরিষেবা

সন্ধে ৭:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

সন্ধে ৭:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

ইস্ট -ওয়েস্ট মেট্রোয় স্বাভাবিক পরিষেবা আবারও ২৫/১০/২০২৩ থেকে পাওয়া যাবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, জোকা থেকে তারাতলার মধ্যে পার্পল লাইনে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩), নবমী (২৩/১০/২৩) এবং দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো পরিষেবা মিলবে না বলেও জানানো হয়েছে।

Durgapuja West Bengal Metro Service Metro kolkata
Advertisment