নিজেদের অভ্যেস পাল্টে পুরনো দিন ফিরিয়ে দিল পূর্ব রেল। লোকাল ট্রেনের টিকিটে বাংলা হরফে স্টেশনের নাম দেখা যাবে আবার। বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াতকারী ট্রেনের টিকিটে স্টেশনের নাম কেবলমাত্র হিন্দি ও ইংরেজিতে ছাপা হচ্ছিল। বুধবার এক বিবৃতিতে পূর্ব রেল জানিয়ে দিয়েছে ওইদিন থেকে ফের লোকাল ট্রেনের টিকিটে বাংলা ভাষায় স্টেশনের নাম লেখা থাকবে।
বেশ কিছুদিন ধরেই স্থানীয় টিকিটে বাংলায় স্টেশনের নাম না থাকায় অসুবিধের মধ্যে পড়ছিলেন যাত্রীরা। এ ব্যাপারে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠছিল। বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ এ নিয়ে পূর্ব রেলের কাছে ডেপুটেশনও দিয়েছিল গত বছরের মে মাসে। সে বছর জুন মাসে রেলের তরফ থেকে টিকিটে স্টেশনের নাম বাংলায় ছাপার ব্যবস্থা শুরু করার নির্দেশও দেওয়া হয়।
পূর্ব রেলের এই সিদ্ধান্তে প্রচুর বাঙালি উপকৃত হতে চলেছেন। বাংলা পক্ষের তরফে দাবি করা হয়েছে, রেলের এ সিদ্ধান্ত তাদের তথা বাঙালি জাতির পক্ষে বড় জয়।