Advertisment

Eastern Railway: কল্পনাই করতে পারবেন না! ভ্রমণপিপাসুরা এখবরে খুশিতে ডগমগ হবেনই! অকল্পনীয় উদ্যোগ রেলের!

Eastern Railway: যাত্রীদের স্বার্থে এর আগেও নানা নজরকাড়া সব পদক্ষেপ করতে দেখা গিয়েছে পূর্বরেলকে। এবার যাত্রী স্বার্থে আরও এক নজিরবিহীন উদ্যোগ নিল রেল। রেলের নয়া এই তৎপরতার জেরে ভ্রমণপ্রিয় বাঙালিরা দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Eastern Railway decided to keep reservation counter open even on Sunday morning

Eastern Railway: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য বাম্পার উদ্যোগ রেলের!

Eastern Railway-Reservation Counter: কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। বাঙালির প্রথম অগ্রাধিকার ঘুরে-বেড়ানো। এবার দুর্গাপুজোয় কোথায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে? শুধুই অনলাইনে নয়, রেলের রিজার্ভেশন কাউন্টারে গিয়েও টিকিট কাটতে পারেন। অতিরিক্ত চাহিদার জন্য রবিবার সকালেও রিজার্ভেশন কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।

Advertisment

পুজোর অগ্রিম রিজার্ভেশনের নির্দিষ্ট দিন এসে গেল। ভ্রমণপ্রিয় বাঙালি অনেকেই আগে থেকে পরিকল্পনা করে ফেলেছেন পুজোয় কোথায় কোথায় বেড়াতে যাবেন। বাঙালির এই ভ্রমণ আকাঙ্খা চরিতার্থ করতে অগ্রিম রিজার্ভেশন পিরিয়ডে টিকিট কাটার জন্য পূর্বরেল বিশেষ সুবিধা নিয়ে এসেছে।

আসন্ন পুজোর সময় প্রত্যাশিত অতিরিক্ত ভিড়ের কারণে, ১৬.০৬.২০২৪ থেকে ১৪.০৭.২০২৪ পর্যন্ত, শিয়ালদহ ও হাওড়া বিভাগের রিজার্ভেশন অফিসগুলি (পিআরএস এবং এসআরও উভয়ই) রবিবার অর্থাৎ ১৬.০৬.২০২৪, ২৩.০৬.২০২৪, ৩০.০৬.২০২৪, ০৭.০৭.২০২৪ ও ১৪.০৭.২০২৪ তারিখে সকালের শিফটে খোলা থাকবে। যাতে যাত্রীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী টিকিট বুক করতে পারেন।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোর যাত্রীদের জন্য বাম্পার খবর! ফাটাফাটি পরিষেবা রবিবারেও, জানুন বিশদে

রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের সমস্ত রিজার্ভেশন অফিস (পিআরএস এবং এসআরও) রবিবার উল্লিখিত শিফট এবং তারিখে খোলা থাকবে। শিয়ালদহ ডিভিশনের ৪৫টি রিজার্ভেশন অফিস রবিবার খোলা থাকবে। বাড়ির পাশের স্টেশনে বিশেষ সুযোগ রয়েছে টিকিট কাটার।

আরও পড়ুন- Premium: দিঘার মুকুটে জুড়ছে নয়া পালক! পর্যটকদের জন্য অভিনব উদ্যোগ প্রশাসনের 

এই সুবিধা পাওয়া যাবে শিয়ালদহ, কলকাতা, বিধাননগর রোড , দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, দক্ষিনেশ্বর, বেলঘরিয়া, সোদপুর , টিটাগড়, বারাকপুর, শ্যামনগর, কাঁকিনাড়া , নৈহাটী, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট, মাজদিয়া, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি, বেথুয়াডহরী, দেবগ্রাম, পলাশী, বেলডাঙ্গা, বহরমপুর কোর্ট , মুর্শিদাবাদ, লালগোলা, লক্ষীকান্তপুর, বারুইপুর , ডায়মন্ড হারবার, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, হাবরা, ঠাকুরনগর, বনগাঁও, বসিরহাট, হাসনাবাদ, যাদবপুর , বালিগঞ্জ, টালিগঞ্জ, সোনারপুর, কোমাগাতা মারু বজবজ, মাঝেরহাট এবং ক্যানিং স্টেশনে।

Eastern Railway Tourist Durga Puja travel
Advertisment