Advertisment

Eastern Railway: বেড়াতে যাওয়ার হিড়িক বাড়তেই অকল্পনীয় উদ্যোগ রেলের! ভ্রমণরসিকরা আহ্লাদে আটখানা হবেনই!

Eastern Railway: যাত্রীদের স্বার্থে এর আগেও একগুচ্ছ পদক্ষেপ করতে দেখা গিয়েছে পূর্ব রেলকে। ট্রেনের সফরে যাত্রীদের সুরক্ষার দিকে খেয়াল রেখে একাধিক পদক্ষেপ করেছে রেল। যাত্রীদের সুবিধার্থে এবার আরও এক যুগান্তকারী তৎপরতা নিয়েছে রেল কর্তৃপক্ষ। দারুণ এই উদ্যোগ বিশেষ করে এই সময়ে যাঁরা বেড়াতে যেতে চান তাঁদের প্রভূত সুবিধা হবে বলেই মনে করছেন রেলের কর্তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Eastern Railway Puri Rath Yatra Special Train

Eastern Railway: পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর!

Eastern Railway-Summer Special Train: গরমের মাসগুলিতে দেশজুড়ে রেলের বিভিন্ন রুটে টিকিটের চাহিদার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিপুল সেই চাহিদা মোকাবিলায় সচেষ্ট রেলও। পূর্ব রেলওয়ে গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনের সংখ্যা আরও বা়ডিয়েছে। দেশজুড়ে বিভিন্ন শাখায় বাড়ানো হয়েছে স্পেশাল ট্রেনের সংখ্যা।

Advertisment

২০২৪-এর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত, পূর্ব রেলওয়ে শিয়ালদহ, ভাগলপুর, আসানসোল, মালদা টাউন স্টেশন থেকে সারা ভারত জুড়ে বিভিন্ন গন্তব্যে ১৪২টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন ছেড়েছে। জেনারেল সেকেন্ড সিটিংয়ের ক্ষেত্রে ৮ লক্ষ ৬০ হাজার বার্থ সাধারণ সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, টু এসি, থ্রি এসি পরিষেবা দেওয়া হচ্ছে। মে মাসে বিশাল ওয়েটিং লিস্টের ভিড় মোকাবিলায় বিশেষ এই পরিষেবা জুন মাসেও চালু থাকবে।

পূর্ব রেলের বিভিন্ন গন্তব্যে আরও বেশি সংখ্যক সামার স্পেশাল ট্রেন ছাড়ছে। এই স্পেশাল ট্রেনের পরিষেবা হাওড়া, শিয়ালদহ, কলকাতা, আসানসোল, ভাগলপুর সহ মূল স্টেশনগুলি থেকে মিলছে।

আরও পড়ুন- Google Pay: বন্ধ হয়ে গেল Google Pay? তোলপাড় ফেলা এখবর আগে পড়ুন! কী জানাল সংস্থা?

শুধুমাত্র জুন মাসেই পূর্ব রেলওয়ে অতিরিক্ত ৪৫টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাচ্ছে। আসানসোল, শিয়ালদহ, হাওড়া, কলকাতা, ভাগলপুর এবং মালদা টাউন থেকে এই পরিষেবা মিলছে। এই ট্রেনগুলির গন্তব্যগুলির মধ্যে রয়েছে আনন্দ বিহার, হরিদ্বার, উজ্জাইন, গোরখপুর, রাক্সৌল, বেঙ্গালুরু, নতুন দিল্লি, দিঘা এবং ডিব্রুগড়ের মতো বড় শহর এবং ভ্রমণ কেন্দ্রগুলি।

আরও পড়ুন- Travel: পাহাড়ি গ্রামের চিত্তাকর্ষক শোভায় মন মোহিত হবে! বর্ষায় উত্তরবঙ্গ বেড়ানোর সেরা ঠিকানা এটিই

পূর্ব রেলওয়ে যাত্রীদের সুবিধা এবং আরাম নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অতিরিক্ত গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনগুলি পিক পিরিয়ডে ভ্রমণের বর্ধিত চাহিদার মোকাবিলায় সচেষ্ট থাকছে।

special train summer days Eastern Railway summer
Advertisment