Advertisment

স্টেশনজুড়ে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রের ছাড়পত্রের অপেক্ষায় লোকাল ট্রেন পরিষেবা

লকডাউনের পর মেট্রো চলাচলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু, কবে থেকে শুরু হবে লোকাল ট্রেন পরিষেবা?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ট্রেন চালুর পর কীভাবে কোভিড স্বাস্থ্য বিধি বজায় রাখা সম্ভব তা খতিয়ে দেখতেই প্রস্তুতি তুঙ্গে।

লকডাউনের পর মেট্রো চলাচলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু, কবে থেকে শুরু হবে লোকাল ট্রেন পরিষেবা? এখনও তার কোনও ইঙ্গিত নেই। যদিও এ রাজ্যে পূর্ব রেলের বিভিন্ন স্টেশন জুড়ে প্রস্তুতি তুঙ্গে। ট্রেন চালুর পর কীভাবে কোভিড স্বাস্থ্য বিধি বজায় রাখা সম্ভব তা খতিয়ে দেখতেই এই প্রস্তুতি বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

Advertisment

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকারিক নিখিল চক্রবর্তী বলেছেন, 'এখনও লোকাল ট্রেন চালুর কোনও নির্দেশ আসেনি। শুধু স্পেশাল ট্রেন চলাচল করছে। কবে থেকে লোকাল ট্রেন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি।'

প্ল্যাটফর্মে সামাজিক দূরত্বের মতো স্বাস্থ্য বিধি বজায় রাখতে প্রাথমিক প্রস্তুতি সাড়া। শিয়ালদহ বনগাঁ শাখার বেশ কয়েকটি প্ল্যাটফর্মে সাদা, হলুদ রং দিয়ে গোণ্ডী কাটা হয়েছে। রেলের এক আধিকারিকের কথায়, 'ট্রেন চললে স্বাস্থ্য বিধি কীভাবে বজায় রাখা হবে তার প্রাথমিক প্রস্তুতি সাড়া হয়েছে। রেল কোচ জীবাণুমুক্তকরণ, প্ল্যাটফর্মে গণ্ডি কেটে আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখেছি। মোটের উপর আমরা প্রস্তুত।'

স্বাভাবিক সময়ে পূর্বাঞ্চলের শিয়ালদহ শাখায় প্রত্যেকদিন ১০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। লোকাল ট্রেন চালুর ঘোষণা হলেই ভিড় নিয়ন্ত্রণে আরপিএফ-র সংখ্যা বাড়নো হবে।

মসৃণভাবে লোকাল ট্রেন চলাচলের লক্ষ্যে রাজ্য সরকারের পরামর্শ মেনেই কাজ করবে রেল।

গত ২৮ আগাস্ট রাজ্য সরকার মেট্রো সহ নিয়ন্ত্রিতভাবে লোকাল ট্রেন চালু করার জন্য রেলের কাছে আর্জি জানায়। রেল বোর্ডের চেয়ারপার্সন বিনোদ কুমার যাবকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়ে জানান, কোভিড-১৯ প্রটোকল মেনে নিয়ন্ত্রিতভাবে লোকাল ট্রেন পরিষেবা চালু করা যেতে পারে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

indian railway kolkata local train West Bengal
Advertisment