Advertisment

Eastern Railway: শ্রাবণী মেলা উপলক্ষ্যে নজরকাড়া উদ্যোগ, রেলের প্রশংসায় পঞ্চমুখ ভক্তকূল

ভক্তকূলের চিন্তা দূর করতে পূর্ব রেল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Howrah-Tarakeshwar Special EMU Train

ভক্তকূলের চিন্তা দূর করতে পূর্ব রেল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Howrah-Tarakeshwar Special EMU Train: আগামী কাল সোমবার! অনেকেই হয়তো ভাবছেন তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাব কি করে? ট্রেনে তো উপচে পড়া ভিড়!

Advertisment

ভক্তকূলের চিন্তা দূর করতে পূর্ব রেল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সোমবার ভক্তদের কথা মাথায় রেখেই বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। রেল সূত্রে জানানো হয়েছে এই বিশেষ ট্রেনগুলি পূণ্যার্থীদের সুবিধামতো হাওড়া থেকে যারা তারকেশ্বর যেতে চান তাদের জন্য একই সঙ্গে যে সকল পূণ্যার্থী শেওড়াফুলি থেকে গঙ্গার জল নিয়ে শিবের মাথায় ঢালতে যাবেন তারকেশ্বরে তাদের জন্যও রয়েছে স্পেশাল ট্রেনের ব্যবস্থা।

মহাদেব শিবের জলাভিষেকের সুবিধার্থে পূণ্যার্থীদের পরিবহনের জন্য, শেওড়াফুলি ও তারকেশ্বর মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, ০৯:২০, ১৬:২০ এবং ১৯:৪০-এ ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৭:৪৫, ১০:১৫, ১৭:১০ এবং ২০:৩০-এ পৌঁছাবে। উল্টো পথে, তারকেশ্বর থেকে শেওড়াফুলি ইএমইউ স্পেশাল ট্রেনগুলি সকাল ০৫:৫৫, ০৮:১০, ১৪:৫০ এবং ১৮:৪০-এ ছেড়ে শেওড়াফুলিতে সকাল ০৬:৪৫, ০৯:০৩, ১৫:৪০ এবং ১৯:৩০-এ পৌঁছাবে।

পূণ্যার্থীদের হাওড়া থেকে তারকেশ্বর নিয়ে যেতে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ ও দুপুর ১২:৫০-এ, ১৩: ২০তে ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৫:৩৫ ,বিকাল ১৪:২০ ও ১৪:৫০ এ তারকেশ্বর পৌঁছাবে। একইভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়ায় ফেরার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তরাকেশ্বর থেকে সকাল ১০:৫৫ , ১১:৩৫ ও রাত ২১:১৭-এ ছেড়ে হাওড়ায় দুপুর ১২:৩০ , ১৩:০৫ ও রাত ২২:৪৫-এ পৌঁছাবে।

আরও পড়ুন- < Cancer drugs: টার্গেটেড ক্যান্সার ড্রাগসের দাম কমিয়েছে সরকার, আদৌ সুবিধা পাবেন রোগীরা? >

এছাড়াও স্টেশন চত্বরে যাত্রীদের সুবিধার জন্য সমস্ত রকম আয়োজন করা রয়েছে। যেমন অতিরিক্ত বুকিং কাউন্টার থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা এবং পানীয় জল সমস্ত ব্যবস্থা রেলের তরফে করা হয়েছে।

Eastern Railway Tarakeswar
Advertisment