Advertisment

Train Derailed: লিলুয়ার কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, হাওড়া-বর্ধমান শাখায় ব্যাহত রেল পরিষেবা

Local Train deralied in Liluah: সকালের ব্যস্ত সময়ে লোকাল ট্রেন লাইনচ্যুত। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন মঙ্গলবার সকালে লাইনচ্যুত হয়েছে। ফলে হাওড়া-বর্ধমান শাখায় ব্যাহত ট্রেন চলাচল। আপাতত আপ লাইনে ধীরগতিতে ট্রেন চলছে। কিন্তু ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Moinapur Boro Gopinathpur line connection between Tarkeswar Bishnupur line to be completed soon

প্রতীকী ছবি।

Local Train deralied in Liluah: সকালের ব্যস্ত সময়ে লোকাল ট্রেন লাইনচ্যুত। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন মঙ্গলবার সকালে লাইনচ্যুত হয়েছে। ফলে হাওড়া-বর্ধমান শাখায় ব্যাহত ট্রেন চলাচল। আপাতত আপ লাইনে ধীরগতিতে ট্রেন চলছে। কিন্তু ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।

Advertisment

পূর্ব রেল সূত্রে খবর, মঙ্গলবার সকালে শেঁওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল একটি ফাঁকা লোকাল ট্রেন। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু সকাল ৭টা ১০ নাগাদ ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ। ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। কী কারণে লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তার তদন্ত চলছে। যাত্রী এবং রেলকর্মীদের সুরক্ষা সবসময় পূর্ব রেল অগ্রাধিকার দিয়েছে। প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা করা হচ্ছে।'

আরও পড়ুন Cyclone Remal Death: রেমাল কাড়ল বাবা-ছেলের প্রাণ! ঝড়ে ভাঙা কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার এবং সোমবার ব্যাহত ছিল ট্রেন পরিষেবা। হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। মঙ্গলবার আবহাওয়া স্বাভাবিক হয়েছে। কিন্তু সকালবেলাতেই লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় হাওড়া শাখায় ভোগান্তিতে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

Train Accident Howrah Eastern Railway Indian Railways
Advertisment