Advertisment

বৃহস্পতিবার শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধায় বিশেষ কী উদ্যোগ রেলের

মাধ্যমিক পরীক্ষার আটদিন এই সুবিধা মিলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
rail roko at barrackpore

প্রতীকি ছবি।

এবছর মাধ্যমিক শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার্থীদের সুবিধায় বিশেষ পদক্ষেপ করল পূর্ব রেল। বাড়ানো হল শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেনের স্টপেজ। সোমবারই জারি হয়েছে রেলের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পরীক্ষার আটদিন এই সুবিধা মিলবে।

Advertisment

সকাল ১০টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত এবং বেলা ৩টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত একাধিক ইএমইউ/প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ বাড়ানো হচ্ছে।

একনজরে মাধ্যমিকে কোন কোন ট্রেনের অতিরিক্ত স্টপেজ-

  • ৩১৮২১ শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি থামবে পলতা, জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনে।
  • ০৩১১৫ শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার দাঁড়াবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া স্টেশনে
  • ৩১৫১৯ শিয়ালদহ-শান্তিপুর থামবে জগদ্দলে।
  • ৩৩৮৩৩ শিয়ালদহ-বনগাঁ থামবে বিভূতিভূষণ হল্টে।
  • ০৩১৯৩ কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার থামবে পায়রাডাঙায়।
  • ৩১৬২৩ শিয়ালদহ-রানাঘাট থামবে জগদ্দলে।
  • ৩১৩২০ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।
  • ৩১৮২২ কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ থামবে জগদ্দলে।
  • ০৩১৮৪ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার থামবে পায়রাডাঙায়।
  • ৩৩৮৩২ বনগাঁ-শিয়ালদহ থামবে বিভূতিভূষণ হল্টে।
  • ০৩১৯৬ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।
  • ৩১৮২৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।
  • ৩১৫২৮ শান্তিপুর-শিয়ালদহ থামবে জগদ্দলে।

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি-

  • ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): প্রথম পত্র।
  • ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার): দ্বিতীয় পত্র।
  • ২৫ ফেব্রুয়ারি (শনিবার): ভূগোল।
  • ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): জীবনবিজ্ঞান।
  • ১ মার্চ (বুধবার): ইতিহাস।
  • ২ মার্চ (বৃহস্পতিবার): অঙ্ক।
  • ৩ মার্চ (শুক্রবার): ভৌতবিজ্ঞান।
  • ৪ মার্চ (শনিবার): অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।

সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ৩ টে পর্যন্ত। পরীক্ষার প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে।

indian railway Local Train Madhyamik Exam 2023
Advertisment