Eastern Railway: যাত্রী স্বার্থে ফের এক দুরন্ত তৎপরতা রেলের, অভাবনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা

special trains: যাত্রীদের সুবিধার্থে এর আগেও নানাবিধ তৎপরতা নিতে দেখা গিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষকে। যাত্রীদের বিপুল ভিড় এড়াতে এবারও দারুণ এই তৎপরতা বিবৃতি দিয়ে জানিয়েছে পূর্ব রেল।

special trains: যাত্রীদের সুবিধার্থে এর আগেও নানাবিধ তৎপরতা নিতে দেখা গিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষকে। যাত্রীদের বিপুল ভিড় এড়াতে এবারও দারুণ এই তৎপরতা বিবৃতি দিয়ে জানিয়েছে পূর্ব রেল।

author-image
Joyprakash Das
New Update
Rash Yatra Festival 2025,  Shantipur Rash Yatra,  Eastern Railway special trains , Sealdah Shantipur local train,  Bathna Krittibas Halt,  Temporary stoppage trains , EMU special train Sealdah,  West Bengal railway update,  Festival train arrangements,  Passenger rush management,  Sealdah Division Eastern Railway , Shantipur pilgrims train schedule  ,Indian Railways festival rush,রাশযাত্রা উৎসব ২০২৫,  শাঁতিপুর রাসযাত্রা  ,পূর্ব রেল বিশেষ ট্রেন  ,শিয়ালদহ শান্তিপুর লোকাল,  বাথনা কৃত্তিবাস হাল্ট  ,অস্থায়ী স্টপেজ ট্রেন  ,ইএমইউ বিশেষ ট্রেন  ,পশ্চিমবঙ্গ রেল পরিষেবা  ,রাস উৎসব ট্রেন ব্যবস্থা, শান্তিপুর যাত্রীদের জন্য ট্রেন  ,রাসযাত্রা উপলক্ষে বিশেষ পরিষেবা,  পূর্ব রেল শিয়ালদহ বিভাগ  ,উৎসবের ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন

Eastern Railway:পূর্ব রেল।

Eastern Railway-Special trains: অন্যান্য উৎসবের মতো রাসযাত্রা উৎসবেও বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। অতিরিক্ত স্টপেজ দেওয়ার ঘোষণাও করেছে। শান্তিপুরে আসন্ন রাসযাত্রা উৎসব উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর আগমনের সম্ভাবনাকে মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ বিশেষ ট্রেন ও অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে ১২টি আপ ও ১০টি ডাউন ইএমইউ লোকাল ট্রেনের অস্থায়ী অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে।

Advertisment

রেল বিবৃতিতে জানিয়েছে: 

১২টি আপ ট্রেনের মধ্যে ৯টি শিয়ালদহ–শান্তিপুর লোকাল, ১টি রানাঘাট–কৃষ্ণনগর লোকাল, ১টি রানাঘাট–শান্তিপুর লোকাল এবং ১টি বনগাঁ–শান্তিপুর লোকাল ট্রেন বাথনা কৃত্তিবাস হল্টে থামবে। অন্যদিকে ১০টি ডাউন ট্রেনের মধ্যে ৭টি শান্তিপুর–শিয়ালদহ লোকাল, ২টি শাঁতিপুর–রানাঘাট লোকাল এবং ১টি শান্তিপুর–বনগাঁ লোকাল ট্রেনেরও স্টপেজ থাকবে ওই স্টেশনে।

আরও পড়ুন- Kolkata News:‘হাজিরা নেই, মর্যাদাও নেই’, SIR নিয়ে BLO-দের প্রশিক্ষণে ক্ষোভের আগুন নজরুল মঞ্চে

Advertisment

এছাড়াও, রাসযাত্রার দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে বিশেষ ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ–শান্তিপুর বিশেষ ট্রেনটি শিয়ালদহ থেকে রাত ২১:০৬ ঘণ্টায় রওনা হয়ে ২৩:৩২ ঘণ্টায় শান্তিপুর পৌঁছাবে। রাসযাত্রার সময় এই এলাকায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। 

আরও পড়ুন-Abhishek Banerjee:SIR বা ভোটার তালিকা যাচাইয়ে তৃণমূলের 'গেম প্ল্যান' কী? জেনে নিন অভিষেকের 'গোপন নির্দেশ'!

অপরদিকে, শান্তিপুর–শিয়ালদহ বিশেষ ট্রেনটি রাত ০০:১০ ঘণ্টায় ছেড়ে ০২:৩৫ ঘণ্টায় শিয়ালদহে পৌঁছাবে। এই বিশেষ ট্রেনগুলি চলবে ০৬/০৭ নভেম্বর ও ০৭/০৮ নভেম্বর ২০২৫ রাতের যাত্রায় এবং পথে সব স্টেশনসহ হল্ট ও ফ্ল্যাগ স্টেশনেও থামবে। এই অতিরিক্ত ট্রেন চালানোর ফলে রাতের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সুগম হবে। রেলের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

আরও পড়ুন-LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম

রেল কর্তৃপক্ষের আশা, এই অতিরিক্ত ব্যবস্থা শান্তিপুর অঞ্চলের রাসযাত্রা উপলক্ষে যাত্রী ও ভক্তদের যাতায়াতকে অনেকটাই নির্বিঘ্ন করবে এবং ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে। বিভিন্ন উৎসবে সাধারণের যাত্রার সুবিধার্থে রেল এই ধরণের উদ্যোগ নিয়ে থাকে।

Shantipur Rash Yatra West Bengal News Eastern Railway Shantipur