Advertisment

Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের কলকাতায় প্রত্যাবর্তন দিবস, শ্রদ্ধার্ঘ্যে নজরকাড়া উদ্যোগ রেলের

swami vivekanandas 128th kolkata return day: শিকাগোয় বিশ্ব ধর্মসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতা আজও চর্চায়। ওই কর্মসূচি সেরে শিকাগো থেকে চেন্নাই হয়ে জলপথে কলকাতায় ফিরেছিলেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ। শেষমেশ রেলপথে স্বামীজি নামেন কলকাতায়। ওই দিনটি স্মরণে রেখে প্রতিবারের মতো এবারও বিশেষ এই উদ্যোগ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষের।

author-image
IE Bangla Web Desk
New Update
Eastern railway to run special emu local on occassion of vivekanandas kolkata return day

swami vivekanandas kolkata return day: অভূতপূর্ব উদ্যোগ পূর্ব রেলের।

swami vivekanandas 128th kolkata return day: স্বামী বিবেকানন্দ শিকাগোয় ধর্মী সম্মেলনে যুগান্তকারী সেই বক্তৃতা দেওয়ার পর ১৯ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে এসেছিলেন। এই বিশেষ দিনে অর্থাৎ ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারিতে ঘটে গিয়েছিল নজরকাড়া সব ঘটনা। যা আজও চর্চায়। একসময়ের মাদ্রাজ (Madras) যা বর্তমানে চেন্নাই (Chennai) হিসেবে পরিচিত। সেখান থেকে জাহাজে বজবজে (Budge Budge) এসে পৌঁছেছিলেন স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)।

Advertisment

এদিকে, কলকাতায় (Kolkata) তখন স্বামী বিবেকানন্দকে স্বাগত জানানোর জন্য একটি কমিটি তৈরি হয়েছিল। ওই কমিটিই সিদ্ধান্ত নেয় যে স্বামীজি বজবজে পৌঁছানোর পরের দিন বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ ট্রেনের (Special Train) ব্যবস্থা করা হবে। সেই মতো, ১৯ ফেব্রুয়ারি সকালে স্বামী বিবেকানন্দ তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে বিশেষ ট্রেনে করে বজবজ থেকে রওনা হন।

আরও পড়ুন- BJP National Council 2024: ‘সন্দেশখালির ঘটনা সভ্য সমাজের কলঙ্ক’, তৃণমূলকে তুলোধনা রাজনাথের, চাঁচাছোলা আক্রমণ শাহেরও

যুগনায়ক স্বামী বিবেকানন্দকে সম্মান জানাতে তাই ১৯ ফেব্রুয়ারি একটি বিশেষ ট্রেন চালায় রেল (Rail)। এবারও ওই ট্রেন চলবে আগামিকাল অর্থাৎ সোমবার। এই বছরেও পূর্ব রেল (Eastern Railway) স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন দিবসের ১২৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য দেবে। ১৯ ফেব্রুয়ারি একটি বিশেষ EMU ট্রেন সকাল ৯:৫৫ মিনিটে বজবজ থেকে ছেড়ে যাবে এবং যাত্রাপথে সব স্টেশনে থামার পর ১০:৫২ মিনিটে শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি।

প্রতি বছরই স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবসে বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ EMU ট্রেন চালানো হয়। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতেই নজিরবিহীন এই উদ্যোগ গ্রহণ করে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Eastern Railway Swami Vivekananda Local Train
Advertisment