Advertisment

পৌষমেলায় যাবেন? স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল, কবে-কখন মিলবে পরিষেবা? জেনে নিন

মাঝে বন্ধ থাকার পর ফের শান্তিনকিতনে এবছর হচ্ছে পৌষমেলা।

author-image
IE Bangla Web Desk
New Update
ser trains rescheduled due to late running of link train howrah digha tamralipta kandari express

প্রতীকী ছবি।

মাঝে বন্ধ থাকার পর ফের শান্তিনকিতনে এবছর হচ্ছে পৌষমেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পৌষমেলার সময়ে শান্তিনিকেতনে যাওয়ার হিড়িক পড়ে যায়। মাঝে এই মেলা বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবছর থেকে ফের পৌষমেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। পৌষমেলায় এবছর বিপুল ভিড় হবে বলে মনে করা হচ্ছে। দর্শনার্থীদের বিপুল চাপ সামলাতে তাই এবার হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

Advertisment

আগামী ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর হাওড়া-রামপুরহাটের মধ্যে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। শান্তিনিকেতনের পৌষ মেলা শুধুমাত্র এলাকার বাসিন্দাদের জন্যই তাৎপর্যপূর্ণ নয়, গোটা বাংলার মানুষ এই মেলার প্রতি দারুণভাবে আকর্ষণ বোধ করেন। সেই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পৌষমেলায় ভিড় জমান বহু মানুষ।

পৌষমেলার দর্শনার্থীদের সুবিধার্থেই পূর্ব রেলওয়ে হাওড়া-রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেন (ব্যান্ডেল হয়ে) চালানেরা সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া-রামপুরহাট স্পেশাল (ব্যান্ডেল হয়ে) ট্রেনটি হাওড়া থেকে সকাল ৭.১৫ মিনিটে ছেড়ে যাবে। ট্রেনটি রামপুরহাট পৌঁছোবে বেলা ১১টায়। রামপুরহাট - হাওড়া স্পেশাল (ব্যান্ডেল হয়ে) ট্রেন বিকেল ৩টেয় রামপুরহাট থেকে ছাড়বে। ট্রেনটি হাওড়ায় ফিরবে সন্ধে ৭টায়।

আরও পড়ুন- মুখ হিরণ! ‘মাস্টারস্ট্রোক’ বিজেপির! বিরাট দায়িত্বে অভিনেতা-বিধায়ক

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, স্পেশাল ট্রেনটি পৌষমেলার দর্শনার্থীদের কাছে 'বাজেট-ফ্রেন্ডলি' হবে। জেনারেল সেকেন্ড ক্লাসে যাওয়ার সুবিধা মিলবে। পৌষ মেলার দর্শনার্থীদের জন্যই এই স্পেশাল ট্রেনটির ব্যবস্থা করা হয়েছে।

shantiniketan West Bengal Poush Mela Special Local Train
Advertisment