Advertisment

Eastern Railway: লোকাল ট্রেনে যাত্রা এবার জমে ক্ষীর! রেলের উদ্যোগে যারপরনাই খুশি ভক্তকূল

যাত্রী স্বার্থে দুরন্ত উদ্যোগ! হাওড়া ডিভিশনের যাত্রীরা এ খবর আগে পড়ুন।

author-image
IE Bangla Web Desk
New Update
যাত্রী স্বার্থে দুরন্ত উদ্যোগ, পূর্ব রেল, হাওড়া ডিভিশন, শ্রাবণী মেলা, তারকেশ্বর, Eastern Railway, EMU special, Shravani Mela, Tarakeswar, west bengal news, Trending news, top news, braking news, indian rail, eastern rail, howrah divission,

বিরাট উদ্যোগ রেলের

Shravani Mela at Tarakeswar : যাত্রী স্বার্থে দুরন্ত উদ্যোগ পূর্ব রেলের। তারকেশ্বরের শ্রাবণী মেলা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজার হাজার ভক্তদের ভিড় জমে ওঠে অনুষ্ঠানকে ঘিরে। দুর-দুরান্ত থেকে ভক্তরা আসেন ভক্তি ও ঐক্যের আবহে নিজেকে নিমগ্ন করতে। শ্রাবণ (জুলাই - আগস্ট) মাসে মেলা অনুষ্ঠিত হয় শিবের 'জলাভিষেক' এর জন্য। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শিবের 'জলাভিষেক' অনুষ্ঠানের জন্য তারকেশ্বরে আসেন। শ্রাবণী মেলার সময়, তারকেশ্বর এবং শেওড়াফুলি স্টেশনে ভক্তদের ঢল নামে।

Advertisment

ভক্তদের সুবিধার্থে এবার বিরাট উদ্যোগী হল পূর্ব রেল। পূর্ব রেলের হাওড়া ডিভিশন শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে ছয় (৬) জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে যা হাওড়া-তারকেশ্বর শাখায় সব রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ এবং দুপুর ১২:৫০ এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৫:৩৫ এবং দুপুর ০২:২০ এ তারকেশ্বরে পৌঁছাবে। একই ভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়া ফেরত নিয়ে আসার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০:৫৫ এবং রাত ০৯:১৭ এ ছাড়বে এবং যথাক্রমে দুপুর ১২:৩০ এবং রাত ১০:৪৫ এ হাওড়ায় পৌঁছাবে।

এছাড়াও, শেওড়াফুলি থেকে সাধারণত পবিত্র গঙ্গার জল তারকেশ্বরে জলাভিষেকের জন্য নিয়ে যাওয়ার গুরুত্ব বিবেচনা করে, পূর্ব রেলওয়ে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। শেওড়াফুলি – তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, সকাল ০৯:২০, বিকেল ০৪:২০ এবং সন্ধ্যা ০৭:৪০ এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৭:৪৫, সকাল ১০:১৫, বিকেল ০৫:১০ এবং রাত ০৮:৩০ এ তারকেশ্বরে পৌঁছাবে। অপরদিকে, তারকেশ্বর – শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল ০৫:৫৫, সকাল ০৮:১০, দুপুর ০২:৫০ এবং সন্ধ্যা ০৬:৪০ এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৬:৪৫, সকাল ০৯:০৩, বিকেল ০৩:৪০ এবং সন্ধ্যা ০৭:৩০ এ শেওড়াফুলিতে পৌঁছাবে।

আরও পড়ুন - < Digha Special Train: এই বর্ষায় দিঘা? অভূতপূর্ব বন্দোবস্ত রেলের! দুরন্ত গতিতে ছুটছে স্পেশাল ট্রেন! জানুন সময়সূচি >

পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানিয়েছেন, “নিয়মিত ট্রেনের পাশাপাশি, এই ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বরে শ্রাবণী মেলার সময় সব রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চালানো হবে, যেমন ১৭.০৭.২০২৪, ২১.০৭.২০২৪, ২২.০৭.২০২৪, ২৮.০৭.২০২৪, ২৯.০৭.২০২৪, ০৪.০৮.২০২৪, ০৫.০৮.২০২৪, ১১.০৮.২০২৪, ১২.০৮.২০২৪, ১৫.০৮.২০২৪, ১৮.০৮.২০২৪ & ১৯.০৮.২০২৪। এই বিশেষ ট্রেনগুলি রুটের সব স্টেশনে থামবে"।

Howrah Tarakeswar Eastern Railway
Advertisment