Advertisment

Eastern Railway: যাত্রী স্বার্থে বাম্পার উদ্যোগ! রেলের দুরন্ত কীর্তির তুলকালাম প্রশংসা

Eastern Railway: যাত্রীদের একটি নিরবিচ্ছিন্ন ও মসৃণ পরিষেবা দিতে বদ্ধপরিকর পূর্ব রেল। যাত্রীদের স্বার্থেই বছরভর একাধিক তৎপরতা নিতে দেখা যায় রেলকে। এটিও তেমনই একটি উদ্যোগ। তবে পূর্ব রেলের এই বিশেষ উদ্যোগ এবার অনন্য এক রেকর্ড স্পর্শ করেছে। পূর্ব রেলের চারটি ডিভিশনেই নজিরবিহীন এই প্রচেষ্টার দারুণ ফল মিলেছে হাতেনাতে। তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
eastern railways ticket checking drive yields impressive results

Eastern Railway: নয়া রেকর্ড পূর্ব রেলে।

Eastern Railway: বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ রুখতে নানাভাবে সচেতনতামূলক প্রচার চালায় রেল। বৈধ টিকিট নিয়ে ভ্রমণের জন্য বছরভর নানা কর্মসূচিও নিতে দেখা যায় রেলকে। তবে অনেক ক্ষেত্রেই একাংশের যাত্রীরা রেলে টিকিট কেটে ভ্রমণে অনীহা দেখান। বৈধ টিকিট নিয়ে যাতায়াতের গুরুত্ব সম্পর্কে যাত্রীদের সচেতনতা বাড়াতে এবং রাজস্ব তৈরির জন্য পূর্ব রেলওয়ে তার চারটি বিভাগে একটি বিশাল টিকিট চেকিং ড্রাইভ পরিচালনা করেছিল। যার 'সুফল'ও মিলেছে হাতেনাতে।

Advertisment

পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শুধু গত এপ্রিল মাসেই বিনা টিকিটে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ রেকর্ড টাকা আদায় হয়েছে। বৈধ টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে ভাড়া এবং জরিমানা হিসেবে শুধু এপ্রিল মাসেই পূর্ব রেল ৭.৫৫৯ কোটি টাকা আদায় করেছে। গত বছরের এপ্রিল মাসে এমনই একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এবছরের এপ্রিলে জরিমানা বাবাদ রেলের ভাঁড়ারে ১২.০৭ শতাংশ বেশি টাকা এসেছে। ২০২৩ সালের এপ্রিলে পূর্ব রেলের চারটি ডিভিশনে বিনা টিকিটে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় হয়েছিল ৬.৭৪৫ কোটি টাকা।

আরও পড়ুন- নম্বরপ্লেট দেখেই বুঝে নিন গাড়িটি বাংলার কোন জেলার, কীভাবে? জানুন এই সহজ জিনিসটি

এপ্রিল, ২০২৪-এ ভাড়া ও জরিমানা বাবাদ পূর্ব রেলের চারটি ডিভিশন থেকে পাওয়া রাজস্ব:

  • হাওড়া বিভাগ: ৩.০২২ কোটি
  • আসানসোল বিভাগ: ২.০৩০ কোটি
  • শিয়ালদহ বিভাগ: ১.৬৪৪ কোটি
  • মালদহ বিভাগ: ০.৮৬৩ কোটি।

বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা বাবদ এই মোটা আয় ছাড়াও রেকর্ড সংখ্যায় বিনা টিকিটের যাত্রীদেরও চিহ্নিত করা হয়েছে গত এপ্রিল মাসে। গত মাসে পূর্ব রেলের ৪টি শাখায় দেড় লক্ষ বিনা টিকিটের যাত্রী চিহ্নিত করেছেন কর্মীরা। গত বছরের এপ্রিলে এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৩০ হাজারের আশেপাশে।

আরও পড়ুন- Ceiling Fan Speed: লাট্টুর মতো ঘুরবে ফ্যান, ঘরে ঝড় বয়ে যাবে, শুধু এই কাজটি করুন ঝটপট

পূর্ব রেলের দাবি, তাঁদের এই প্রচেষ্টাগুলি সমস্ত বৈধ যাত্রীদের জন্য একটি মসৃণ এবং নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে। এই প্রয়াস কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে পূর্ব রেলওয়ে কেবলমাত্র তাঁদের রাজস্বই বাড়ায় না বরং যাত্রীদের মধ্যে জবাবদিহিতা এবং ন্যায্যতার সংস্কৃতিকেও প্রচার করে।

Rail Ticket Eastern Railway railway tickets
Advertisment