শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আসি-আসি করেও ঝেঁপে বৃষ্টি অধরা বেশ কয়েকদিন। তবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শনিবার শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ঝোড়া হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- ভূগর্ভস্থ মাটি দুর্বল, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ বন্ধের সিদ্ধান্ত KMRCL-এর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে একাধিক জেলায়।