Advertisment

নজিরবিহীন পরিস্থিতি যাদবপুরে! রাতভর ধর্নায় খোদ উপাচার্যই

বেনজির বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
EC members including Interim VC Buddhadev Sahu on overnight sit in at Jadavpur University

গতরাত থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্নায় উপাচার্য-সহ ইসির সদস্যরা।

বেনজির বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের একাংশের আচরণে যারপরনাই ক্ষুব্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। কর্মসমিতির সদস্যদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই নজিরবিহীনভাবে রাতভর ধর্নায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাম্প্রতিক সময়ে যাদবপুর-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক ইস্যুতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ-ধর্নায় বসতে দেখা গিয়েছে। তবে এভাবে খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপচার্য, রেজিস্ট্রারদের ধর্নায় বসার এই ছবি বেশ বিরল বলেই মনে করছেন শিক্ষানুরাগীরা।

Advertisment

নতুন করে কী হল যাদবপুরে? কেন এভাবে ধর্নায় খোদ উপাচার্য?

যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সভা পণ্ড করে দেওয়ার চেষ্টা করছেন পড়ুয়াদের একাংশ। তাঁর কথায়, "অন্যায় এবং অন্যায্য দাবিতে স্লোগানিং করে ইসি-র সভা পণ্ড করে দেওয়ার চেষ্টা হয়েছে।" তারি প্রতিবাদে এবার ধর্নায় বসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ববর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ সহ বেশ কযেকজন অধ্যাপক। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ইসির বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে ছাত্র মৃত্যু এবং ডেঙ্গি সংক্রান্ত বিষয় বাদে অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে বলে ঠিক হয়। কিন্তু সেই বৈঠক শুরুর পরপরই তুমুল স্লোগানিং শুরু করেন ছাত্রছাত্রীদের একাংশ।

বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের হাতে উপাচার্য-সহ ইসির অন্য সদস্যদের 'হেনস্থা', 'অপমানিত' হতে হয়েছে বলে দাবি করা হয়। টানা চার থেকে পাঁচ ঘণ্টা পড়ুয়াদের হাতে তাঁদের 'হেনস্থা' হতে হয়েছে বলে অভিযোগ উপাচার্য-সহ অন্যদের।

আরও পড়ুন- অভূতপূর্ব কীর্তিতে শ্রেষ্ঠত্বের শিরোপা মুঠোয়! খুদে-কন্যার অবিস্মরণীয় সাফল্যে বাংলার মুখ উজ্বল

এরই প্রতিবাদে গতকাল রাত থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের গাড়ি বারান্দায় ধর্নায় বসেছেন যাদবপুর বিশ্ববিদল্যায়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ-সহ এক্সিকিউটিভ কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের আচরণে ক্ষুব্ধ হয়েই তাঁদের এই ধর্না বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন বুদ্ধদেব সাউ।

protest West Bengal Jadavpur University
Advertisment