রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে রাজ্যে চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। সেই যুক্তিতে এবার কলকাতায় আগামী ১৩ জুন থেকে চালু হতে চলা প্রধানমন্ত্রী রোজগার মেলা কর্মসূচি বন্ধ করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।
আগামী ৮ জুলাই হবে এবারের পঞ্চায়েত নির্বাচন। এক দফাতেই রাজ্যে হবে পঞ্চায়েত ভোট। শুরু হয়ে গিয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার কাজ, যার শেষ দিন ১৫ জুন। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী ১১ জুলাই পঞ্চায়েত ভোটের গণনা হবে। ফল ঘোষণা ১৯ জুলাই। এদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকেই কাজ্যে চালু আদর্শ আচরণবিধি।
আরও পড়ুন- নিরিবিলি সমুদ্রতটে লাল কাঁকড়ার লুকোচুরি, অপূর্ব এই সাগরপাড় কলকাতার খুব কাছেই
নির্বাচন কমিশন সূত্রে খবর, তার জেরেই এবার প্রধানমন্ত্রীর নামে শুরু হতে চলা রোজগার মেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। তবে ওই কর্মসূচি বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।