এবার আর রাজ্যপাল তাঁকে ডেকে পাঠানননি। রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা নিজেই তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজীব সিনহা যখনই সময় পাবেন, তখনই তিনি রাজভবনে আসতে পারেন, তাঁকে এমনই জানিয়েছেন রাজ্যপাল। একথা সিভি আনন্দ বোস নিজেই জানিয়েছেন।
পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের দিকে দিকে হিংসার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যপাল। পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এর আগে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে রাজ্যপালের তলবে গরহাজির থেকেছিলেন নির্বাচন কমিশনার। ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছিলেন।
আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা! চলন্ত মালগাড়ির সজোরে ধাক্কা অন্য মালগাড়িতে, হুড়মুড়িয়ে লাইনচ্যুত একাধিক বগি
তবে এবার নির্বাচন কমিশনার নিজেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, 'রাজীব সিনহা নিজেই সময় চেয়েছিলেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চেয়েছিলাম। কমিশনার যখন সময় পাবেন, তখনই তিনি আসতে পারেন। নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন।'
যদিও প্রথমবারের তলবে হাজিরা এড়ানোয় নির্বাচন কমিশনারের প্রতি ক্ষুব্ধ হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ‘পঞ্চায়েত ভোট ঘিরে হিংসার প্রতি রক্তবিন্দুর হিসেব কমিশনকেই দিতে হবে’, রাজ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। এমনকী তাঁর জয়েনিং রিপোর্ট পর্যন্ত ফেরত পাঠিয়ে দিয়েছেন তিনি। তারপরেই নিজে থেকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছেন রাজীব সিনহা।