Advertisment

Abhijit Gangopadhyay: অভিজিতে ভীষণ কড়া কমিশন! মমতাকে কটু-কথায় চূড়ান্ত কঠিন পদক্ষেপ

Lok Sabha Election 2024: সম্প্রতি হলদিয়ায় একটি নির্বাচনী সভামঞ্চ থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বে কিছু মন্তব্য করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠে যায়। প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তুমুল সমালোচনায় সরব হয় শাসকদল তৃণমূল। নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানায় জোড়াফুল শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
Election Commission debars BJP Abhijit Ganguly from Campaigning for 24 hours

Abhijit Gangopadhyay: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Election Commission send show cause notice to Abhijit Gangopadhyay: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। তমলুকের BJP প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলা মন্তব্যের তর্জমা করে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল। সেই নালিশের পরিপ্রেক্ষিতেই প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কমিশন।

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অশালীন বক্তব্যের অভিযোগ উঠেছিল তমলুকের BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তারই ভিত্তিতে এবার প্রাক্তন বিচারপতিকে শোকজ করল নির্বাচন কমিশন। সেই সঙ্গে তাঁর মন্তব্যেরও কড়া সমলোচনা করেছে কনিশন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করা সেই মন্তব্য 'কুরুচিকর, অশালীন' বলেও মন্তব্য করেছে কমিশন।

আরও পড়ুন- Debangshu Bhattacharya: “মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?”, অভিজিতের মন্তব্য টেনে পোস্ট দেবাংশুর

মমতাকে বিঁধে কী বলেছিলেন অভিজিৎ?

“২ হাজার টাকায় রেখা পাত্রকে কেনা হয়ে গিয়েছিল? মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে তো একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ টাকা গুঁজে দেয় এবং রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। একজন মহিলা একজন মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেই পারি না। এই মমতা ব্যানার্জির দল এখন ভুয়ো ভিডিও ছেড়েছেন। হাজার-হাজার মহিলা থানায় অভিযান করেছিলেন (সন্দেশখালিতে)। তাঁদের সবাই কী টাকা নিয়েছিলেন?”

tmc bjp election commission notice loksabha election 2024 Abhijit Ganguly
Advertisment