Advertisment

WB Assembly Byelection 2024: বাংলার ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা, কোথায় কোথায় ভোট, কার দখলে কোন আসন জানুন

West Bengal Assembly Byelection 2024: আগামী ১৩ নভেম্বর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিনই পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেগুলি হল নৈহাটি, মেদিনীপুর, তালড্যাংরা, হাড়োয়া, মাদারিহাট এবং সিতাই।

author-image
IE Bangla Web Desk
New Update
WB Assembly Byelection 2024: পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন।

WB Assembly Byelection 2024: পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন।

West Bengal Assembly Byelection 2024: মঙ্গলবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করেছে কমিশন। ৬টি বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। ফল ঘোষণা ২৩ নভেম্বর। কোন কোন কেন্দ্রে উপনির্বাচন আসুন জেনে নেওয়া যাক।

Advertisment

পশ্চিমবঙ্গের যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সেগুলি হল নৈহাটি, মেদিনীপুর, তালড্যাংরা, হাড়োয়া, মাদারিহাট এবং সিতাই। গত ২০২১ বিধানসভা নির্বাচনে এই ৬টির মধ্যে ৫টিই দখলে গিয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের। একটি বিজেপির ঝুলিতে যায়। 

সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া গত লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জেতেন। তিনি হারান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে। তিনি লোকসভায় যাওয়ায় সিতাই বিধানসভা আসনটি ফাঁকা রয়েছে।

উত্তরবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ আসন মাদারিহাট। একুশের নির্বাচনে যেখান থেকে দ্বিতীয়বারের জন্য জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। তার পর চব্বিশের লোকসভায় তাঁকে আলিপুরদুয়ার থেকে প্রার্থী করে বিজেপি। তিনি জিতে যাওয়ায় মাদারিহাট আসনে উপনির্বাচন হবে।

নৈহাটি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক। তাঁকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেয় তৃণমূল। তিনি জিতে সাংসদ হওয়ায় নৈহাটিতে উপনির্বাচন হবে। পার্থ হারিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে।

আরও পড়ুন মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে নির্বাচন কবে, দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া চব্বিশের লোকসভা ভোটে বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়েছিলেন। সেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

হাড়োয়ার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলামকে চব্বিশে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেয় তৃণমূল। তিনি হারান সন্দেশখালির প্রতিবাদী মহিলা তথা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। তাই হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচন হবে। তবে সম্প্রতি নুরুল ইসলাম দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেনি কমিশন।

বাঁকুড়ার তালড্যাংরা কেন্দ্রের বিধায়ক অরূপ চক্রবর্তী তৃণমূলের প্রার্থী হয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে ভোটে জয়ী হয়েছেন। তিনি হারান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর।

election commission west bengal politics Chief Election Commissioner Politics ECI West Bengal Assembly By Election
Advertisment