ফের তলব সায়নী ঘোষকে। আগামী ৫ জুলাই ফের তাঁকে তলব করেছে ইডি। গতকাল ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে একটানা প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যুব তৃণমূলের সভানেত্রীকে। গতকাল জিজ্ঞাসাবাদ সেরে বেরনোর পরপরই ফের একবার সায়নীকে তলবি নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় ফের ডেকে পাঠানো হয়েছে সায়নীকে।
গতকাল সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতরে একটানা জিজ্ঞাসাবাদ করা হয় যুব তৃণমূলের সভানেত্রীকে। সিজিও থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাকে বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। আমি সেগুলো জমা দিয়েছি। আশা করছি, ওঁরা সন্তুষ্ট। ১০০ শতাংশ সহযোগিতা করেছি। আমি এখানে প্রায় ১১ ঘণ্টা ছিলাম আজকে। আবার ডাকলে আবার আসব। আমাকে ওঁরা আবার ডাকবেন বলে জানিয়েছেন। সারা দিন থাকতে বললে থাকব।’
আরও পড়ুন- ‘১০০ শতাংশ সহযোগিতা করেছি, ফের ডাকলে আসব’, ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বললেন সায়নী
সায়নীর কথাই মিলে গেল। গতকাল ইডির জিজ্ঞাসাবাদ শেষে বেরনোর পরপরই ফের একবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আগামী বুধবার তাঁকে ফের ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মোবাইল ফোনের চ্যাট ঘেঁটে সায়নীর নাম পায় ইডি। কুন্তলের সঙ্গে তাঁর যোগযোগ-সহ একাধিক বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা।