বিধানসভায় প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই বিধায়কের বাড়িতে হানা দিলেন ইডি এবং আয়কর আধিকারিকরা। বুধবার সকালে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় ইডি এবং আয়কর দফতর। সূত্রের খবর, আয় বহির্ভূত সম্পত্তি এবং ব্যবসায়িক লেনদেনের তথ্য তল্লাশি করতেই হানা দিয়েছে ইডি। পরে জানা যায়, অভিযানে শামিল আয়কর আধিকারিকরাও। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল।
২০২১ সালে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে বিধানসভা নির্বাচনে জেতেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে যোগ দেন। তবে বিধানসভায় এখনও খাতায়কলমে তিনি বিজেপিতেই আছেন। তাঁর ব্যবসাও রয়েছে। এদিন তাঁর বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখনও পর্যন্ত এই বিষয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
গত বছর মার্চ মাসে বিধানসভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীকে হুমকি দেন। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সমালোচনা করেছিলেন শুভেন্দু। উঠে দাঁড়িয়ে পাল্টা প্রতিবাদ করেন কৃষ্ণ। শুভেন্দু কৃষ্ণের দিকে এগিয়ে গিয়ে কিছু বলেছিলেন। দুজনের মধ্যে বচসা বাঁধে।
আরও পড়ুন বুথ সভাপতি খুনের প্রতিবাদে ময়নায় ১২ ঘণ্টার বনধ বিজেপির, রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
পরে বিধানসভায় সাংবাদিক সম্মেলনে কৃষ্ণ অভিযোগ করেন, শুভেন্দু যাওয়ার সময় তাঁকে হুমকি দেন, তাঁর বাড়িতে আয়কর হানা দেবে। এই বিষয়টি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন বিধায়ক। বছর ঘুরতেই হুমকি সত্যি করে বিধায়কের বাড়ি ও অফিসে হানা দিল আয়কর আধিকারিকরা। সঙ্গে ছিলেন ইডি-র আধিকারিকরাও। বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে।