গরু পাচারকাণ্ডে দিল্লির বসন্ত বিহার থেকে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল ইডি। গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ। ধৃতকে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন দিল্লির আদালত। তবে বিনয়য়ের সন্ধান মেলেনি। খোঁজ নেই মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালারও।
সিবিআই-ইডি সূত্রে খবর, তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের ব্যবসার একাংশ দেখভাল করতেন বিকাশ। কয়লা এবং গরু পাচারের টাকা বিভিন্ন হাত ঘুরে বিনয় এবং বিকাশের কাছে পৌঁছত কি না? দুই ভাইয়ের মাধ্যমেই টাকা বিভিন্ন প্রভাবশালীদের বিদেশি ব্যাঙ্কের অ্যাকাউন্টে যেত কিনা? এ বিষয়ে নির্দিষ্ট তথ্যপ্রমাণ জোগাড় করতেই বিকাশকে ইডি গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
গরু পাচার মামলায় বিকাশ মিশ্রকে দীর্ঘদিন ধরে খুঁজছিল ইডি ও সিবিআই। ইতিমধ্যে বিকাশ মিশ্রকে ২ বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কিন্তু বিনয় মিশ্রর খোঁজে তাঁর কলকাতার ঠিকানায় সিবিআই একাধিকবার তল্লাশি চালালেও কোনও সন্ধান মেলেনি। এর পর তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে সিবিআই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন