Advertisment

গরু পাচার কাণ্ডে ED-র জালে এনামুল হক, দফায় দফায় জেরা শেষে গ্রেফতার

শনিবারই এনামুলকে আদালতে তোলা হবে। তাকে হেফাজতে চেয়ে আবেদন জানাবে ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ed arrests enamul hoque in connection with cattle smugling case

এনামুল হককে গ্রেফতার করল ইডি।

গরু পাচারকাণ্ডে এনামুল হককে গ্রেফতার করল ইডি। দিল্লির দফতরে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর শনিবারই তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। জানা গিয়েছে, এদিন বিকেলেই এনামুলকে আদালতে তোলা হবে। তাকে হেফাজতে চেয়ে আবেদন জানাবে ইডি।

Advertisment

গরু পাচারকাণ্ডে একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে। সে ব্যাপারে এনামুলের কাছেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে ধারণা ইডি-র আধিকারিকদের। সেই কারণে এনামুলকে এবার হেফাজতে নিয়ে জেরা করতে চান ইডির অফিসাররা।

গরু পাচার মামলার তদন্তে গতি বাড়াল ইডি। পাচারে মূল অভিযুক্ত এনামুল হককে এবার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরু পাচারে কোটি কোটি টাকার লেনদেনের খবর বিশদে জানতেই তদন্তে নেমেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি।

এর আগে ২০২০ সালের নভেম্বরে এনামুলকে গ্রেফতার করেছিল সিবিআই। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে পশু পাচারের অভিযোগ এনামুলের বিরুদ্ধে। এমনকী বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির সাহায্যেই কোটি-কোটি টাকার এই বেআইনি কারবার চলত বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন- ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, আবহাওয়ার বদল কবে থেকে?

গরু পাচারকাণ্ডে দিন কয়েক আগে টলিউড অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে তলব করেছিল সিবিআই। প্রায় পাঁচ ঘণ্টা কলকাতার অফিসে দেবকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।

গরু পাচারকাণ্ডে একাধিক সূত্র থেকে দেবের নাম উঠে এসেছে। সেব্যাপারেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। পরে দেবের এক সহযোগীকেও তলব করে কেন্দ্রীয় সংস্থা। একইভাবে গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও তলব করেছিল সিবিআই।

Enforcement Directorate Cow Smuggling West Bengal cbi
Advertisment