/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/Saigal-Hossain-Ed.jpg)
সায়গল হোসেনকে আজ থেকেই দিল্লিতে জেরা করবে ইডি।
গরু পাচার কাণ্ডে সহগল হোসেনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহগলকে অসহযোগিতা করছেন বলে অভিযোগে ইডি-র। আসানসোল জেলে এ দিন দফায় দফায় প্রায় ঘন্টা চারেকের জিজ্ঞাসাবাদের পর সহগলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আগেই গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছিল সহগল হোসেনকে। সিবিআই হেফাজত শেষে আদালতের নির্দেশে আপাতত সে আসানসোল জেলে বন্দি। সেখানেই চলে জেরা। আসানসোলের অবসরকালীন বেঞ্চে তাঁকে পেশ করা হবে বলে ইডি সূত্রে খবর।
এক জন সাধারণ সরকারি কর্মী হয়ে কীভাবে এত কোটি টাকার সম্পত্তি হল সয়গলের? তা জানতেই এ দিন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। অভিযোগ, উত্তরে গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি। এরপরই আসানসোল থেকে দিল্লির আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডি-র তদন্তকারীরা। মেলে দিল্লির অনুমোদন। তারপরই সহগলকে গ্রেফতার করে ইডি। প্রয়োজনে জেরার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে।