Advertisment

ED Arrests Shankar Adhya: ফের জালে তৃণমূল নেতা, রেশন দুর্নীতিতে বালু-ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য ইডির হাতে গ্রেফতার

Shankar Adhya: রেশন দুর্নীতিতে গতকাল শঙ্কর আঢ্যর বাড়ি-শ্বশুরবাড়ি-সহ পাঁচ ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। একটানা সতেরো ঘণ্টা ধরে তল্লাশি চলে। অন্যদিকে, রেশন দুর্নীতি ইস্যুতে টানা জিজ্ঞাসাবাদ চলে শঙ্কর আঢ্যকেও। বক্তব্যে অসঙ্গতি থাকায় শেষমেশ গ্রেফতার।

author-image
IE Bangla Web Desk
New Update
ED raid sujit basu tmc mla tapas roy residence in municipality job scam

ED Raid: রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, বিধায়কের বাড়িতে ইডির অভিযান।

ED Arrests Shankar Adhya: আবারও গ্রেফতারি। এবার ইডির (ED) হাতে গ্রেফতার বনগাঁর দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য (Shankar Adhya) । রেশন বণ্টন দুর্নীতি মামলা কেন্দ্রীয় সংস্থার জালে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। গতকাল টানা ১৭ ঘণ্টা তল্লাশি চলে শঙ্কর আঢ্যর বাড়ি-শ্বশুরবাড়ি-সহ আরও ৫ ঠিকানায়। বান্ডিল-বান্ডিল নগদ টাকা উদ্ধার হয় তাঁর শ্বশুরবাড়ির আলমারি থেকে। মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে শঙ্কর আঢ্যকে। শেষমেশ তাঁকে গ্রেফতার করে ইডি। ধৃত শঙ্কর আঢ্যর সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick)ঘনিষ্ঠতা ছিল বলে শোনা যায়।

Advertisment

আবারও কেন্দ্রীয় সংস্থার জালে রাজ্যের শাসকদলের নেতা। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। ইডি সূত্রের দাবি, রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার ভার পড়েছিল শঙ্করের উপর।

তাঁর একাধিক ব্যবসা রয়েছে। এর মধ্যে বিদেশি টাকা বিনিময়ের ব্যবসা ছিল অন্যতম। গতকাল ইডি রাজ্যের বিভিন্ন এলাকায় হানা দিয়েছিল। তার মধ্যে যেমন কলকাতার উপকণ্ঠের বিজয়গড় ছিল, তেমনই উত্তর ২৪ পরগনার সন্দেশখালির পাশাপাশি বনগাঁর বিভিন্ন এলাকায় হানা দেয় কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন- Seikh Shahjahan: তৃণমূলী শাহজাহানের রকেট গতির উত্থান! বাহুবলী নেতার কাণ্ডকারখানা নিয়ে মারাত্মক সব অভিযোগ

শঙ্কর আঢ্যর বাড়ি, শ্বশুরবাড়ি ছাড়াও তার সম্পর্কিত আরও ৫ জায়গায় চলে টানা তল্লাশি। শেষমেশ গতকাল মধ্যরাতে তাকে গ্রেফতার করে ইডি। সূত্রের খবর, টানা জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি শঙ্কর। তার বক্তব্যের একাধিক জায়গায় অসঙ্গতি ছিল। সেই কারণেই এবার তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় সংস্থা।

Enforcement Directorate West Bengal ED Ration Scam
Advertisment