ED attaches assets linked to Jyotipriya Mallick: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) একাধিক বাড়ি-সহ বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED। শুধু জ্যোতিপ্রিয় মল্লিকই নন, একইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ সহযোগি বাকিবুর রহমান ও শঙ্কর আঢ্যেরও বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত করা সেই সব সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকারও বেশি। শুক্রবাররেশন বণ্টন দুর্নীতি মামলার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক, বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের কলকাতা-বেঙ্গালুরুর হোটেলও বাজেয়াপ্ত করা হয়েছে। বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকেও রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল কেন্দ্রী তদন্ত সংস্থা। তারও বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
আরও পড়ুন- Lok Sabha Election 2024: ভোটে হারলেই সায়নী BJP-তে? বিস্ফোরক দাবি যাদবপুরের বাম প্রার্থী সৃজনের!
রেশন বন্টন দুর্নীতি মামলায় তৃতীয় চার্জশিট জমা পড়েছে শুক্রবার। সেই চার্জশিটে নাম রয়েছে ব্যবসায়ী বিশ্বজিৎ বসুর। ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত রেশন বন্টন দুর্নীতির ৩৫০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল বলে দাবি ইডির।
আরও পড়ুন- Sundarbans: ঝোপের আড়ালে লুকিয়েছিল দৈত্যাকার বাঘ! মধুর চাকে হাত দিতেই এক লাফে মাথায় কামড়! তারপর?
বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে মাধ্যমেই বিপুল পরিমাণ এই টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিদেশে পাচার করেছিলেন বলে দাবি ইডি সূত্রের। এক এজেন্ট মারফত বিশ্বজিৎ বসুর কাছে টাকা পৌঁছে যেত বলে জানতে পেরেছে ইডি। এছাড়াও হাওয়ালার মাধ্যমেও বিদেশে টাকা পাচার করা হয়েছিল বলে সন্দেহ কেন্দ্রীয় সংস্থার।