আদালত অবমাননা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটকে রাখা নিয়ে ভুল স্বীকার করল ইডি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে তারা জানাল, মেনকাকে কলকাতা বিমানবন্দরে আটকে রাখা ঠিক হয়নি। হয়রানি হলেও এটা আদালত অবমাননা বলে মানতে নারাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
গত ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় মেনকা গম্ভীরকে। বিমানবন্দরেই তাঁকে আটকান অভিবাসন দফতরের আধিকারিকরা। প্রায় ঘণ্টা দু’য়েক বিমানবন্দরেই বসিয়ে রাখা হয় মেনকাকে। শেষমেশ বিমানবন্দরেই মেনকাকে কয়লা কাণ্ডে হাজিরার জন্য নোটিস ধরায় ইডি। ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল তৃণমূল সাংসদের শ্যালিকার।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের নামে আগেই লুক আউট নোটিস জারি করা হয়েছিল। সেই নোটিস দেশের সব বিমানবন্দরেই পাঠানো হয়েছিল। সেদিন রাত আটটার কিছু আগে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান মেনকা গম্ভীর। মেনকার ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল। তবে মেনকা বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে আটকান অভিবাসন দফতরের আধিকারিকরা।
আরও পড়ুন ‘আমি থাকলে গুলি করতাম’, অভিষেকের বিরুদ্ধে আদালতে সুকান্ত
দ্রুত যোগাযোগ করা হয় ইডির সদর দফতরের কর্তাদের সঙ্গে। এদিকে, মেনকা গম্ভীরকে বিমানবন্দরের একটি ঘরে প্রায় ঘণ্টা দু’য়েক ধরে বসিয়ে রাখা হয়। এরপর কয়লাকাণ্ডে তাঁকে তলবি নোটিস ধরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে আদালতে মেনকার আইনজীবী জানিয়েছিলেন, আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও মেনকার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে, বিমানবন্দরে আটকে রাখা হয়েছে।
এই বিষয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে ইডি ও অভিবাসন দফতরের হলফনামা চেয়েছিল আদালত। এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এ কথা জানান ইডির আইনজীবী। মামলার শুনানি শেষ হয়েছে, হাইকোর্ট রায়দান করবে আগামিকাল, শুক্রবার।