পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের। পুর নিয়োগে দুর্নীতি নিয়ে দুই সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। তবে বৃহস্পতিবার রাজ্যের সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। এখন সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার।
পুর নিয়োগে দুর্নীতির মামলায় হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের। রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রেও সীমাহীন দুর্নীতির আঁচ পায় ইডি ও সিবিআই। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারে বহু তথ্য পায় দুই কেন্দ্রীয় সংস্থা। পরে এব্যাপারে হাইকোর্টে জানালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভায় নিয়োগে দুর্নীতি অভিযোগের তদন্তের ভার দেন ইডি ও সিবিআইয়ের হাতে।
আরও পড়ুন- ১৪৪ ধারার গুষ্টির ষষ্ঠীপুজো! ভাঙড় বিডিও অফিস যেন তৃণমূলের পার্টি অফিস! ঢুকলেন আরাবুল
পরে মামলাটি বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে যায়। বিচারপতি অমৃতা সিনহাও পুর নিয়োগ দুর্নীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রেখেছিলেন। পরে দুই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।
বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এবার ডিভিশন বেঞ্চেও খারিজ রাজ্যের আবেদন। পুর নিয়োগ দুর্নীতিতে দুর্নীতির তদন্ত করতে পারবে ইডি-সিবিআই। রাজ্যের অস্বস্তি বাড়িয়ে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।