Advertisment

ভুয়ো সংস্থার মাথায় বাড়ির পরিচারক, কেষ্টর দেখানো পথেই বালু

রেশন দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতে অন্যতম প্রধান মাধ্যম ছিল একাধিক ভুয়ো সংস্থাই।

author-image
IE Bangla Web Desk
New Update
ED claims Jyotipriya opened fake concern like Anubrata to launder black money

অনুব্রত মণ্ডলের দেখানো পথেই চলছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, এমনই দাবি ইডি সূত্রের।

গরু পাচারের বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতে অনুব্রত মণ্ডলও একাধিক ভুয়ো সংস্থা খুলে মেয়ে, স্ত্রী, পরিচিত এমনকী বাড়ির পরিচারককেও ডিরেক্টর পদে বসিয়েছিলেন বলে দাবি। ঠিক তেমনভাবেই জ্যোতিপ্রিয় মল্লিকও রেশন বণ্টন দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতে ভুয়ো তিনটি সংস্থা খুলেছিলেন বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। সেই সংস্থাগুলিতে প্রাক্তন আপ্ত সহায়কের মা, স্ত্রীয়ের পাশাপাশি বাড়ির পরিচারককে ডিরেক্টর পদে বসিয়েছিলেন বালু, এমনই দাবি ইডি সূত্রের।

Advertisment

সময় যত এগোচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগের বহর ততই বাড়ছে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির জালে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একাধিক সংস্থা খুলে দুর্নীতির পাহাড় প্রামণা কালো টাকা সাদা করা হতো বলে দাবি ইডি সূত্রের।

বাস্তবে ওই সংস্থাগুলির কোনও অস্তিত্ত্বই ছিল না বলে দাবি ইডির। অনুব্রত মণ্ডলের কায়দাতেই ভুয়ো সংস্থাগুলির মাথায় পরিচিতদের বসিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর প্রাক্তন আপ্ত সহায়ককে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করে এমনই বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি ইডি সূত্রের। দুর্নীতি লুকোতে আরও কোনও ছক কষা হয়ে থাকতে পারে বলে অনুমান ইডির, সেই কারণেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- অনুপমকে এনকাউন্টারের হুমকি! কাদের নিশানা বিজেপি নেতার?

ইডির আরও দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর বাড়ির পরিচারকের জন্য কৃষি দফতরে চাকরির সুপারিশ করেছিলেন। ওই ব্যক্তির বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রের আরও দাবি, ভুয়ো তিনটি সংস্থার ব্যাপারে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে ওই সংস্থাগুলির সঙ্গে তাঁদের কোনও যোগ থাকার কথা সরাসরি অস্বীকার করেছেন তাঁরা।

আরও পড়ুন- ‘ও সব নাটক, কিচ্ছু হয়নি!’ চিকিৎসাধীন বালুকে বীভৎস আক্রমণ শুভেন্দুর

তবে তদন্ত যত এগোচ্ছে একের পর বিস্ফোরক তথ্যও সামনে আসছে। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের শান্তিনিকেতনের বিলাসবহুল বাড়ির হদিশ মিলেছে। সেই বাড়িতেও দিন কয়েকের মধ্যেই ইডি হানা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরও কোথাও জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি রয়েছে সেব্যাপারেও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

anubrata mondal cbi West Bengal ED Jyotipriyo Mallick Cow Smuggling Bengal Ration Distribution Scam
Advertisment