Advertisment

মানিকের আরও কীর্তি ফাঁস! পার্থর উদাহরণ তুলে আদালতে ইডি'র বিস্ফোরক দাবি

পাল্টা কী দাবি মানিকের আইনজীবী?

author-image
IE Bangla Web Desk
New Update
ED claims like partha chatterjee manik bhattacharya also has a school , পার্থ চ্যাটার্জীর মত মানিক ভট্টাচার্যেরও স্কুল রয়েছে দাবি ইডির

পার্থ চ্যাটার্জী, মানিক ভট্টাচার্য

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরই শুধু নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যেরও স্কুলের সন্ধান পেয়েছে ইডি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দাবি করলেন ইডি-র আইনজীবী। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। মামলার শুনানির জন্য এদিন সময় চেয়ে নেন ইডির আইনজীবী। কেন এই তিন সপ্তাহ সময় চাওয়া? বিচারপতির সেই প্রশ্নের জবাবে ইডির আইনজীবী বলেন, 'আমরা একটা স্কুলের সন্ধান পেয়েছি। পার্থর মতো মানিকেরও স্কুলের সন্ধান পাওয়া গিয়েছে।'

Advertisment

পাল্টা মানিক ভট্টাচার্যের আইনজীবীর দাবি, 'ওটা ১০০ বছরের পুরনো স্কুল।' সে সময়ে মানিকের আইনজীবীকে থামিয়ে দেন বিচারপতি। বলেন, 'যা যা তদন্তে উঠে এসেছে, সব কিছুকে সামনে নিয়ে আসা প্রয়োজন।' মানিক ভট্টাচার্যের আইনজীবীর আর্জি ছিল, শুনানির সময়ে মানিক ভট্টাচার্যকে এজলাসে রাখা হোক। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাতে রাজি হননি। বিচারপতি বলেন, 'যখন প্রয়োজন হবে তখন আদালতে ডেকে নেওয়া হবে।'

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তদন্তে দেখা গিয়েছে, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে ‘বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল’ রয়েছে। পিংলার খিরিন্দা মৌজায় সাড়ে তিন একর জমিতে ইংরাজি মাধ্যম সেই স্কুল অবস্থিত। তদন্তে জানা যায়, পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য তাঁর মামার থেকে জমি লিজ নিয়ে এই স্কুল করেছিলেন। সেই স্কুলে পার্থ নিজেই দু'বার গিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে সেই স্কুল নিয়ে বিস্তর চর্চা হয়।

এবার মানিকেরও সেরকম একটি স্কুলের সন্ধান মিলেছে বলে ইডি তদন্তকারীরা দাবি করছেন। ।

tmc partha chatterjee Enforcement Directorate WB SSC Scam Manik Bhattacharya
Advertisment