নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু।' গত মে মাসে তাঁকে গ্রেফতার করে ইডি। তবে, বিগত দু'মাসের বেশি সময় ধরে এসএসকেএমে ভর্তি 'কাকু'। এদিকে তদন্তের স্বার্থে তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা খুবই দরকার বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। ফলে আদালতে সুজকৃষ্ণের কণ্ঠস্বরের নুমনা পরীক্ষার জন্য আবেদন জানায় ইডি। যাতে অনুমতিও দেয় আদালত। তবে আদালতের অনুমতি সত্ত্বেও 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না কেন্দ্রীয় এজেন্সি।
এদিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন ইডির গোয়েন্দারা। দফায় দফায় বৈঠক করেছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। তাও কেন শেষপর্যন্ত 'কাকু'র কণ্ঠস্বরের নমুনা নিতে ব্যর্থ হল এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেট?
ইডি সূত্রে খবর, সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু, এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ কেন্দ্রীয় গোয়েন্দাদের নাকি জানিয়েছে, 'কালীঘাটের কাকু'র শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কণ্ঠস্বর পরীক্ষার জন্য যে শারীরিক অবস্থার প্রয়োজন, এখনও সেই জায়গায় নেই সুজয়কৃষ্ণ ভদ্র। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজন মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেতের। যা এদিন মেলেনি।
গত ২৩ অগাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল 'কালীঘাটের কাকু'কে। ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক প্রভাবশালীর সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের কথোপকথনের প্রমাণ তাঁদের হাতে রয়েছে। সেজন্যই তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা খুব দরকার।
আরও পড়ুন- রেহাই নেই মহুয়ার, এবার ডাক পড়ল তৃণমূল সাংসদের
আরও পড়ুন- ‘বালু যদি মারা যায়…’, ভয়ঙ্কর হুঁশিয়ারি মমতার
আরও পড়ুন- জ্যোতিপ্রিয়র বাড়ির সামনে মহানাটক! মিষ্টি হাতে বাড়িতে হাজির সব্যসাচী-সহ দলে দলে কাউন্সিলর
আরও পড়ুন- গোপনাঙ্গে আঘাত-নজরে মেয়েদের শাড়ি! ইডি তল্লাশির গোপন তথ্য ফাঁস মমতার
আরও পড়ুন- পুজো মিটতেই ঝাঁঝালো আন্দোলনের ডাক মমতার! এবার শান্তিনিকেতনে, হঠাৎ কেন এই হুঁশিয়ারি?