Sandeshkhali Incident: সন্দেশখালিতে ইডির উপর আক্রমণের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির ঘাড়েই দায় চাপিয়েছে তৃণমূল। দল-কে শুক্রবারের ঘটনা থেকে বিচ্ছিন্ন করতে মরিয়া জোড়-ফুল নেতৃত্ব। কিন্তু, তাতেও চাপা অস্বস্তি কাটাতে পারা যাচ্ছে না। সন্দেশখালি প্রসঙ্গ উঠতেই বীরভূমের সাংসদ শতাব্দী রায় যেমন বলে দিলেন, 'এই বোকামিতে খারাপ এফেক্টই হয়।'
কী বলেছেন শতাব্দী রায়? (Shatabdi Roy on ED Attacked in Sandeshkhali)
শনিবার রামপুরহাটের বনহাট গ্রাম পঞ্চায়েতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বীরভূমের সাংসদ। সেখানেই সাংবাদিকদের সন্দেশখালি নিয়ে প্রশ্নের জবাবে শতাব্দী বলেন, 'এই রকমের অ্যাটাক সমর্থনযোগ্য নয়। দল বলেনি এটা করতে। দল এই কাজ সমর্থনও করে না। কেউ যদি ব্যক্তিগত ভাবে এটা করে, সেটা তার নিজের দায়িত্বে। এতে দলের কোনও দায় নেই।'
আরও পড়ুন- সন্দেশখালির ঘটনায় কঠিন পদক্ষেপ ইডির, জখম অফিসারদের সঙ্গে সাক্ষাৎ BJP বিধায়কদের
সন্দেশখালির ঘটনাকে 'প্ররোচনা' বললেও ইডির উপর হামলায় যে দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে সেকথাও স্পষ্ট জানিয়েছেন এই তৃণমূল সাংসদ। বলেছেন, 'এই বোকামিতে খারাপ এফেক্টই হয়। ক্ষতি তো হচ্ছেই। অলরেডি বিরোধীরা বলতে শুরু করেছে। জার্নালিস্টরা মাইক হাতে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন।'
আরও পড়ুন- মমতার মন্ত্রী ‘বুড়ো ষাঁড়’! চাঁচাছোলা নিশানা বিজেপির সুকান্তর
কী ঘটেছিল সন্দেশখালিতে?
রেশন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সন্দেশখালির ১ নং ব্লকের তৃণমূল সভাপতি তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের সরবেড়িয়া গ্রামের বাড়িতে হানা দেয় ইডির গোয়েন্দারা। সঙ্গে ছিল আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। ভিতর থেকে সাড়াশব্দ না মেলায় দরজা ভাঙার চেষ্টা হয়। ঠিক সেই সময়েই তাঁদের ঘিরে ফেলে মারধর শুরু হয় বলে অভিযোগ। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও। এরপর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা। ভাঙচুর চলে গাড়িতে। সেই সময়েই তিন ইডি আধিকারিক জখম হন। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে। স্থানীয় ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও অধরা শাহজাহান শেখ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেসখালির হামলায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন ।