Advertisment

Shahjahan Sheikh: জমি দখল করে কত সম্পত্তি শাহজাহানের, ১১৩ পাতার চার্জশিটে জানাল ED

ED Files Charge sheet against Shahjahan Sheikh: সন্দেশখালি কাণ্ডে জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান, এমনই চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। পুরোটাই দুর্নীতি করে হয়েছে বলে তাদের দাবি।

author-image
IE Bangla Web Desk
New Update
Sheikh Shahjahan on cbi investigation of sandeshkhali incident, সন্দেশখালি ঘটনার সিবিআই তদন্ত নিয়ে শেখ শাহজাহানের প্রতিক্রিয়া

CBI Investigation: সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহান।

ED Files Charge sheet against Shahjahan Sheikh: সন্দেশখালি কাণ্ডে জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান, এমনই চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। পুরোটাই দুর্নীতি করে হয়েছে বলে তাদের দাবি।

Advertisment

সোমবার আদালতে ইডির আইনজীবী জানান, তদন্তের ৫৬ দিনের মাথায় চার্জশিট জমা পড়ল। অভিযুক্ত চারজনের বিরুদ্ধে জমি দখল এবং তোলাবাজির মাধ্যমে সম্পত্তি করার অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। চার্জশিটে আরও দাবি করা হয়েছে, প্রায় ১৮০ বিঘা জমি দখল করেছেন শাহজাহান। তবে তার পরিমাণ বাড়তে পারে।

১১৩ পাতার চার্জশিটে যুক্ত হয়েছে শাহজাহানের ভাই আলমগিরের নামও। এছাড়াও দিদার বক্সার মোল্লা, শিবপ্রসাদ হাজরার নাম রয়েছে অভিযুক্তের তালিকায়। সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে সিবিআই যে অস্ত্র উদ্ধার করেছিল সেটারও উল্লেখ রয়েছে চার্জশিটে।

আরও পড়ুন Bishnupur Lok Sabha: সন্দেশখালি বানিয়ে দেওয়ার হুমকি, খণ্ডঘোষে বিজেপির নিশানায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

উল্লেখ্য, মার্চ মাসের গোড়ায় শাহজাহান এবং তাঁর সঙ্গে সম্পর্কিত ১২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। তার পর আবার মে মাসে দ্বিতীয় দফায় তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আটক করে কেন্দ্রীয় এজেন্সি।

গত ১৭ মে ইডির তরফে জানানো হয়, শাহজাহানের ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা আটক করা হয়েছে। একইসঙ্গে, ৫৫টি স্থাবর সম্পত্তি, যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা, সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে।

Enforcement Directorate sheikh shahjahan tmc West Bengal Chargesheet Sandeshkhali
Advertisment