scorecardresearch

‘চাকরি বিক্রির’ কাড়ি-কাঁড়ি টাকা ব্যাঙ্কের লকারে? অয়নকে জেরায় বিস্ফোরক তথ্য!

নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ পেয়েছে ইডি, এমনই খবর সূত্রের।

ed find out lots of bank locker name of ayan sil in recruitment scam case
অয়ন শীলের একগুচ্ছ ব্যাঙ্ক লকারের হদিশ পেল ইডি, খবর সূত্রের।

নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ পেয়েছে ইডি, এমনই খবর সূত্রের। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের এই লকারগুলিতেই দুর্নীতির বিপুল সম্পদ লুকিয়ে রাখা হয়েছে? এব্যাপারে স্পষ্ট তথ্য এখনও না মিললেও ইঙ্গিতটা কিন্তু রয়েছেই। স্ত্রী কাকলি শীলের সঙ্গে যৌথভাবে একাধিক ব্যাঙ্কে লকার খুলেছিলেন অয়ন শীল। এবার ইডির স্ক্যানারে রাষ্ট্রায়ত্ত-বেসরকারি ব্যাঙ্কের সেই লকারগুলি।

নিয়োগ দুর্নীতি মামলার পরতে-পরতে রহস্য। শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতারের পর থেকেই ফি দিন নতুন নতুন তথ্য সামনে আসছে। নামে-বেনামে সম্পত্তির পাহাড় গড়েছেন অয়ন শীলও, এমনই দাবি ইডি সূত্রের। সূত্রের আরও দাবি, অয়ন শীলকে জেরায় ইতিমধ্যেই বেশ কিছু ব্যাঙ্ক লকারের সন্ধান মিলেছে। সরকারি-বেসরকারি ব্যাঙ্কে স্ত্রী কাকলি শীলের সঙ্গে যৌথভাবেও বেশ কিছু লকার খুলেছিলেন অয়ন শীল।

আরও পড়ুন- সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বিরাট সিদ্ধান্ত! নির্দেশিকা জারি রাজ্য পুলিশের

দুর্নীতির বিপুল সম্পদ কি ওই লকারগুলিতেই লুকিয়ে রাখা আছে? এব্যাপারে স্পষ্ট তথ্য না মিললেও বড়সড় ইঙ্গিত একটা রয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার অয়নের ব্যাঙ্ক লকারেই কড়া নজর ইডির। এর আগে তদন্তে দেখা গিয়েছে, স্ত্রী কাকলি শীলের অ্যাকাউন্টেও অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে কোটি-কোটি টাকার লেনদন করা হয়েছিল। এখনও পর্যন্ত অয়নের ৪২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন- আরও চাপে পড়ে গেল রাজ্য সরকার, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এবিএস ইনফোজন সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করেও কোটি-কোটি টাকার লেনদেন করেছেন অয়ন শীল। ওই সংস্থার জয়েন্ট ডিরেক্টর অয়নের স্ত্রী কাকলি শীল। কাকলির সঙ্গে কলকাতার একাধিক সরকারি ব্যাঙ্কে অয়নের লকার রয়েছে বলে দাবি ইডি সূত্রের। অয়ন যে সময় গ্রেফতার হন সেই সময়ে দিল্লিতে ছিলেন তাঁর স্ত্রী কাকলি ও ছেলে অভিষেক। ইতিমধ্যেই কাকলির সঙ্গে ফোনে দু’বার কথা বলেছে ইডি। কথা বলা হয়েছে অয়ন শীলের ছেলে অভিষেকের সঙ্গেও।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ed find out lots of bank locker name of ayan sil in recruitment scam case