সারদার 'লাল ডায়েরি'র পর এবার রেশন দুর্নীতির 'মেরুন ডায়েরি'। রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার ইডির হাতে এসেছে একটি মেরুন ডায়েরি। এই ডায়েরিতেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ইডির হাতে ধৃত বাকিবুরের রহমানের যোগের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। রেশন বণ্টন দুর্নীতি মামলায় এই মেরুন ডায়েরিই তুরুপের তাস হতে পারে কেন্দ্রীয় সংস্থার কাছে, এমনই ধারণা ওয়াকিবহাল মহলের।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের পর শুক্রবার ভোররাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ব্যাঁটরায় জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তল্লাশিতেই মিলেছে এই মেরুন ডায়েরি।
এই ডায়েরিতেই বিপুল টাকার লেনদেনের হিসেব রয়েছে বলে দাবি ইডি সূত্রের। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, দুর্নীতির কোটি কোটি টাকা বাকিবুর কীভাবে, কোথায় সরিয়েছে সেব্যাপারেও গুরুত্বপূর্ণ একাধিক তথ্য রয়েছে ওই মেরুন ডায়েরিতে।
রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গতকাল ভোররাতে গ্রেফতার করেছে ইডি। তবে আদালতে অসুস্থ হয়ে পড়েন তিনি। আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁকে ইডি হেফাজতে থাকতে হবে। যে ক'দিন জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে ভর্তি থাকবেন, ওই দিনগুলি ইডি হেফাজতের নির্দিষ্ট করে দেওয়া দিনের তালিকায় ধরা হবে না বলেই জানিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।
আরও পড়ুন- Exclusive: শীর্ণকায় মুকুল রায়ের ছবি ভাইরাল, কেমন আছেন, কী করছেন? জানুন আসল তথ্য
ইডি সূত্রে জানা গিয়েছে, তিনটি বেসরকারি সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার ভুয়ো শেয়ার প্রিমিয়াম জমা দেওয়া হয়েছিল। রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানকে দফায় দফায় জেরায় ইডি জানতে পেরেছে, ওই সংস্থাগুলি থেকে বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্ত ইডি আরও জানতে পেরেছে ওই সব সংস্থাগুলির সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের ঘনিষ্ঠ যোগ রয়েছে। তাঁরা ওই সংস্থাগুলির উচ্চ পদে ছিলেন বলেও দাবি ইডি সূত্রের।