Advertisment

ED-র আর্জি মঞ্জুর, অনুব্রতর দেহরক্ষী সায়গলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরায় সম্মতি

নিম্ন আদালত ও হাইকোর্টে আবেদন খারিজের পর অবশেষে...

author-image
IE Bangla Web Desk
New Update
ed got permission from delhi court to question saigal hossain in delhi on cattle smuggling case

আদালতের বড় নির্দেশ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আর্জিতে মান্যতা দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। গরু পাচাককাণ্ডের তদন্তে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি।

Advertisment

গরুপাচার মামলায় সায়গলকে গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে তিনি আসানসোল জেলে বন্দি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরার আর্জি জানিয়েছিল। কিন্তু আদালত তা খারিজ করে দেয়। পরে, আসানসোল আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। কিন্তু কলকাতা হাইকোর্টওসেই আবেদন বাতিল করে দেয়। কেন সায়গলকে দিল্লি নিয়ে যেতে হবে? কলকাতার ইডির অফিস কেন ধৃতকে জেরা করা সম্ভব নয়? এই প্রশ্ন তুলেছিল হাইকোর্ট।

এরপরই ইডি-র তরফে রাউজ অ্যাভিনিউ আদালতে সায়গলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার নির্দেশ চেয়ে একটি মামলা করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই এ দিন শুনানি ছিল। আদালত ইডি-র আবেদন মঞ্জর করেছে।

উল্লেখ্য সুপ্রিম কোর্টে ইডি মামলা করতে পারে তা আঁচ করে আগেভাগেই সায়গলের তরফে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে রাখা হয়েছিল।

Cattle Smuggling anubrata mondal saigal hossain
Advertisment