ইডির জেরায় কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। সূত্রের দাবি, শুক্রবার তাঁকে জেরা করছিলেন ইডির অফিসাররা। তাঁদের সামনেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সুকন্যা নাকি বলেছেন, 'আমি কিছু জানি না, সব বাবা জানে। বাবার সঙ্গে দেখা করতে চাই', এমনই দাবি সূত্রের।
গরু পাচার মামলায় দিন কয়েক আগেই গ্রেফতার হয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলার তদন্তে নেমে পেশায় স্কুল শিক্ষিকা সুকন্যার নামে পাহাড় প্রমাণ সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। ব্যাঙ্কে সুকন্যার নামে কোটি-কোটি টাকার ফিক্সড ডিপোজিটের পাশাপাশি রাইসমিল, জমি বাড়ি-ফ্ল্যাটেরও হদিশ মিলেছে। একজন স্কুল শিক্ষিকার বিপুল পরিমাণ এই সম্পত্তির উৎস জানতে চায় ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, গরু পাচারের টাকাতেই প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের পাশাপাশি মেয়ে সুকন্যার নামেও সম্পত্তির পাহাড় গড়েছিলেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন- বাকি মামলাও তাঁর হাত থেকে সরে যেতে পারে, আশঙ্কা খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই
গ্রেফতারের পর থেকে ইডি হেফাজতেই রয়েছেন সুকন্যা মণ্ডল। তবে জেরায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ইডি সূত্রের দাবি, শুক্রবার জেরার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। সুকন্যা নাকি বলেছেন, 'আমি কিছু করিনি। তাই ব্যবসা সংক্রান্ত কোনও তথ্য দিতে পারব না। বান্ধবীর সঙ্গে কথা বলতে চাই। বাবার সঙ্গেও কথা বলতে চাই।' সুকন্যা গ্রেফতার হওয়ার সময়ে তাঁর সঙ্গে ছিলেন তাঁরই এক বান্ধবী। ওই তরুণীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন কেষ্ট-কন্যা, এমনই খবর সূত্রের। এমনকী বর্তমানে তিহাড়ে বন্দি বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছেন বলেও সূত্রের দাবি।
আরও পড়ুন- আবহাওয়ায় বিরাট বদল শীঘ্রই! তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
ইডি সূত্রের আরও দাবি, রাইসমিল, ব্যাঙ্কে কোটি-কোটি টাকা জমা প্রসঙ্গে সুকন্যাকে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে তিনি নাকি বলেছেন, 'সব বাবা বলতে পারবেন। মণীশ আঙ্কল বলতে পারবেন। আমার নামে যদি কেউ ব্যবসা করে থাকে আমার কী অপরাধ? আমি বান্ধবীর সঙ্গে কথা বলতে চাই। বাবার সঙ্গে কথা বলতে চাই।' সূত্রের দাবি, ইডি আধিকারিকরা সুকন্যাকে জানিয়েছেন তাঁদের হেফাজতে থাকাকালীন কারও সঙ্গে দেখা করার নিয়ম নেই।